অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহের শ্রেণীবিভাগ? উদাহরণসহ লিখ।
✪ শব্দ কি? অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ লিখ।
➤ উত্তরঃ শব্দঃ এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে, তবে তাকে শব্দ বলে।
অর্থের বিচারে বাংলা শব্দকে তিন ভাগে ভাগ করা যায়।
যথাঃ ১. যৌগিক শব্দ
২. রুঢ় বা রুঢ়ি শব্দ
৩. যোগরুঢ় শব্দ
যৌগিক শব্দঃ যেসব শব্দ প্রকৃতি ও প্রত্যয়যোগে গঠিত হয়ে অভিন্ন অর্থ প্রকাশ করে, তাদের যৌগিক শব্দ বলে।
যেমন- গৈ + অক = গায়ক, অর্থ_ গান করে যে, মিথ্যা + উক = মিথ্যুক (মিথ্যা কথা বলে যে)।
রুঢ় বা রুঢ়ি শব্দঃ যে সকল শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রুঢ় বা রুঢ়ি শব্দ বলে।
যেমন- হস্ত + ইন = হস্তী (হস্ত আছে যার); কিন্তু ‘হস্তী’ বলতে একটি পশুকে বোঝায়।
যোগরুঢ় শব্দঃ সমাস নিষ্পন্ন যে সকল শব্দ পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, সেগুলোকে যোগরুঢ় শব্দ বলে।
উদাহরণঃ পঙ্কে জন্মে যা = পঙ্কজ। অথচ পঙ্কে অনেক কিছুই জন্মে। কিন্তু পঙ্কজ বলতে পদ্মফুলকেই বোঝানো হয়।