★ বাংলাদেশের বীরত্বসূচক পদক কি কি? বীরশ্রেষ্ঠ পদে ভূষিত ব্যক্তিদের নাম লিখুন।
উত্তরঃ মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
যার মোট সদস্য সংখ্যা ৬৭৬ জন। এ খেতাব বা বীরত্বসূচক পদক ৪ ধরনের।
যথাঃ
- বীরশ্রেষ্ঠ (৭ জন)
- বীরউত্তম (৬৮ জন)
- বীরবিক্রম (১৭৫ জন)
- বীরপ্রতীক (৪২৬ জন)
৭ জন বীরশ্রেষ্ঠদের নাম নিচে উল্লেখ কর হলোঃ
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
- সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
- সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান