সারমর্ম – তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর

★সারমর্ম লিখুনঃ
তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর
ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর।
বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়,
তরু তবু অকাতর কিছু নাহি হয়।

দুর্লভ মানব জন্ম পেয়েছ যখন,
তরুর আদর্শ কর জীবন গ্রহণ,
পরার্থে আপন সুখ দিয়া বিসর্জন,
তুমিও হওগো ধন্য তরুর মতন।
জড় ভেবে তাহাদের করিও না ভুল
তুলনায় বড় তারা মহত্বে অতুল।

▣ সারমর্মঃ বৃক্ষ যেমন অপরের আঘাত সত্ত্বেও প্রতিবাদ না করে নীরবে দান করে যায় তদ্রুপ অপরের আঘাতে জর্জরিত হয়েও তাদের মঙ্গল কামনায় আত্মাদনই মানব জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *