LGD এর অধীনে Sub-Assistant Engineer (Civil) পদের পরীক্ষা 2018 MCQ প্রশ্ন ও উত্তর

LGD-Sub-Asistant-Engineer-Civil-Exam-2018-MCQ-Solution

LGD এর অধীনে Sub-Assistant Engineer (Civil) পদের পরীক্ষা 2018 MCQ প্রশ্ন ও উত্তর

পূর্ণমানঃ ৪০                            সময়ঃ ৪৫ ঘন্টা

বাংলাঃ

১. বাংলা ভাষার প্রাচীনতম সৃষ্টি কোনটি? উত্তরঃ গীতি      [Ref]

২. বাংলা ভাষার আদি কবি কাকে বলা হয়? উত্তরঃ লুইপা

৩. “মম এক হাতে বাঁকা বাশের বাঁশরী আর এক হাতে রণতূর্য” কোন কবিতার চরণ? উত্তরঃ বিদ্রোহী   [Ref]

৪. কোন বানানটি সঠিক? উত্তরঃ বিপজ্জনক

৫. কোনটি বাক্যের জন্য অপরিহার্য অঙ্গ? উত্তরঃ ক্রিয়া

৬ ‘পাথার’ শব্দের অর্থ কী? উত্তরঃ সমুদ্র

৭. জানতে ইচ্ছুক – এর সংক্ষিপ্ত রুপ কি? উত্তরঃ জিজ্ঞাসু     [Ref]

৮. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে? উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

English:

৯. What is the antonym of the word ‘cheerful’ [আগ্রহী, প্রফুল্ল]? Ans. Apathetic [অনীহা, বেদনা]

১০. What is the synonym of the word ‘attack’? Ans. Foray [হানা দেওয়া]

১১. What is the meaning of the idiom ‘at last’? Ans. in the long run [অবশেষে]

১২. ‘He is too weak to walk’ – What is the type of the sentence? Ans. Simple

১৩. What is the synomym of ‘Scorching’ [প্রচন্ড গরম]? Ans. Burning [উত্তপ্ত]

১৪. My computer broke down, so I ____ continue my work. Ans. could not

১৫. Kamal, “What ___ in the evenings?’’ Jamal, “Usually I watch TV or read a book.” Ans. do you do

১৬. How many students in your class ___ from Nepal? Ans. come

[Single হলে Comes from, Plural হলে come from হয়]

সাধারণ জ্ঞানঃ

১৭. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে UNESCO কত তারিখে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি প্রদান করে? উত্তরঃ ৩০ অক্টোবর।    [Ref]

১৮. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? উত্তরঃ আজমিরিগঞ্জে     [Ref]

১৯. বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি? উত্তরঃ সিটি সেন্টার বাংলাদেশ    [Ref]

২০. বাংলাদেশের জাতীয় পতাকার নক্সাকার কে? উত্তরঃ কামরুল হাসান

২১. মানুষের শ্রবণযোগ্য শব্দের সীমা কত? উত্তরঃ 20- 20,000 Hz

২২. সুয়েজ খান কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? উত্তরঃ লোহিত ও ভূমধ্যসাগর      [Ref]

২৩. ন্যাটোর সদর দপ্তর কোথায়? উত্তরঃ বেলজিয়াম      [Ref]

২৪. বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? উত্তরঃ সিয়েরা লিওন

বিষয়ভিত্তিক:

২৫. সরকারি ক্রয়ের ক্ষেত্রে ন্যুনতম কতটি গ্রহণযোগ্য দরপত্র আবশ্যক? উত্তরঃ কোন বাধ্যবাধকতা থাকিবে না।

২৬. কার সাথে কার্যক্রয়ে চুক্তি সম্পাদন করা যাবে? উত্তরঃ সর্বনিম্ন মূল্যায়িত রেসপনসিভ দরপত্রদাতার সাথে

২৭. দরপত্র জামানত, নির্দিষ্টকৃত অংকে প্রাক্কলিত মূল্যের কত অংশ? উত্তরঃ ৩%

২৮. কিভাবে দরপত্র দাখিল করা যাবে? উত্তরঃ যেকোন ভাবে (হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার)

২৯. পৌরসভার জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন কত সালে প্রণীত হয়? উত্তরঃ ২০০৯     [Ref]

৩০. নাগরিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে কোনটি চালু হয়েছে? উত্তরঃ ডিজিটাল সেন্টার

৩১. বাংলাদেশের কতটি সিটি কর্পোরেশন রয়েছে? উত্তরঃ ১২  [ময়মনসিংহ ১২ তম] [Ref]

৩২. পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্র WHO এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী যথাক্রমে প্রতি লিটারে কত মিলিগ্রাম? উত্তরঃ ০.০১ ও ০.০৫

বিশ্লেষণভিত্তিকঃ

৩৩. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, …… পরবর্তী সংখ্যাটি কত? উত্তরঃ ১০১

৩৪. একটি দৌড় প্রতিযোগিতায় কামাল ১ম এবং জামাল ৫ম স্থান অধিকার করলো। রফিকের অবস্থান কামাল ও জামালের মধ্যবর্তী স্থানে। করিমের অবস্থান রহিমের চেয়ে ভাল। প্রতিযোগিতায় কে ২য় অবস্থান অধিকার করেছে? উত্তরঃ করিম

[কামাল – ১ম, করিম – ২য়, রফিক – ৩য়, রহিম – ৪র্থ, জামাল – ৫ম]

৩৫. যদি Y < 0, এবং 4X > Y হয়, তবে X/Y এর কোন মানটি সত্য হতে পারে? উত্তরঃ 0

[ Y = -1, -2; -1 < 0, X = 0, 0 >Y;  \frac {X}{Y} = \frac {0}{-1}= 0 ]

৩৬. একটি সেটের ১৮ টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় ২২.৫। সেটটির সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কোনটি? উত্তরঃ ১৪

[১৪+১৫+১৬+১৭+১৮+১৯+২০+২১+২২+২৩+২৪+২৫+২৬+২৭+২৮+২৯+৩০+৩১ = ৪০৫, ৪০৫/১৮ = ২২.৫]

৩৭. ৫, ৬, ৭, ৮, ৯, ০ অংকগুলি থেকে কতগুলো পাঁচ অংকের সংখ্যা গঠন করা সম্ভব? কোন অংক একের অধিকবার ব্যবহার করা যাবে না। উত্তরঃ ৭২০

[nPr =\frac {(n!}{n-r)!} = \frac {(6!}{(6-5)!}= 720 ]

৩৮. একটি বৃত্তের ক্ষেত্রফল 4π । বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? উত্তরঃ 4 গুণ

[ A1= πr2 = 4π ➱r = 2; 2×r = 2×2 = 4,

∴ A2 = πr2 = π (4)=16π;

\frac{A2}{A1}=  \frac{16\pi}{4\pi} = 4 ]

৩৯. কোন একটা প্রোডাকশন লাইনে ৪০% খেলনা লাল রংয়ের এবং বাকিগুলো সবুজ। অর্ধেক খেলনা বড় এবং অর্ধেক খেলনা ছোট। যদি ১০% খেলনা লাল ও ছোট হয় এবং ৪০ টি খেলনা সবুজ ও বড় হয় তবে কতটি খেলনা লাল ও বড় হবে? উত্তরঃ ৩০%

৪০. দেয়া আছে, Sn-1 = ¼ (Sn), যদি S1 = -4 হয়, তাহলে S4 এর মান কত? উত্তরঃ 256

[বিঃদ্রঃ ২৫, ২৬, ২৭, ২৮ প্রশ্নের উত্তর এ সন্দেহ আছে, পরবর্তীতে এগুলো ঠিক করা হবে]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *