শব্দ কি? গঠন অনুযায়ী বাংলা শব্দের শ্রেণীবিভাগ
▣ শব্দ বলতে কি বোঝেন? গঠন অনুযায়ী বাংলা শব্দে শ্রেণীবিভাগ উদাহরণসহ বর্ণনা করুন।
উত্তরঃ শব্দঃ এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে, তবে তাকে শব্দ বলে।
গঠন অনুসারে শব্দকে ২ ভাগে ভাগ করা হয়। যথাঃ
১. মৌলিক শব্দ ২. সাধিত শব্দ
১. মৌলিক শব্দ: যে -সব শব্দকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আর কোন অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন- গোলাপ, নাক, লাল, তিন, ইত্যাদি।
২. সাধিত শব্দঃ যে সব শব্দকে বিশ্লেষণ করলে অর্থসঙ্গতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায়, তাদেরকে সাধিত শব্দ বলে। মূলত, মৌলিক শব্দ থেকেই বিভিন্ন ব্যাকরণসিদ্ধ প্রক্রিয়ায় সাধিত শব্দ
গঠিত হয়। মৌলিক শব্দ সমাসবদ্ধ হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়। যেমন- • সমাসবদ্ধ হয়ে- চাঁদের মত মুখ = চাঁদমুখ • প্রত্যয় সাধিত- ডুব+উরি = ডুবুরি
• উপসর্গযোগে- প্র+শাসন = প্রশাসন