ডেডিকেটেড সার্ভার বলতে বুঝায়, যে সার্ভারটি সম্পন্ন এক জন গ্রাহকের জন্য এবং গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী সার্ভারটি কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারবে।
ডাটা সেন্টার কোম্পানিগুলো গ্রাহকের প্রয়োজন অনুযায়ী, যেমনঃ প্রসেসর, সিপিইউ, র্যাম, স্টোরেজ ও ব্যান্ডউইথ স্পিড পোর্ট ইত্যাদি অনুযায়ী ডেডিকেটেড সার্ভার রেডি করে, গ্রাহকের কাছে মাস হিসাবে বা বছর হিসেবে ভাড়া দেয়।
আরো পড়ুন : শেয়ার হোস্টিং কি?
কোম্পানি গ্রাহকে সার্ভার এর সম্পূর্ণ অ্যাক্সেস রিমোটলি দিয়ে থাকে, যেমনঃ গ্রাহক আইপিএমআই অ্যাক্সেস এর মাধ্যমে সার্ভার এর বুট, শাটডাউন, রিবুট, ওএস রিবিল্ড ইত্যাদি করতে পারবে।
আপনি যদি সার্ভার ম্যানেজমেন্ট করতে না পারেন, তাহলে সার্ভার ম্যানেজ সার্ভিস কোম্পানি থেকে নিতে পারেন। অথবা কোন সার্ভার এক্সপার্ট পারসনকে হায়ার করতে পারেন।
আপনার ওয়েবসাইটে যদি অনেক বেশি ট্রাফিক থাকে, তাহলে ডেডিকেটেড সার্ভার ভাড়া নিন। আপনার ওয়েবসাইট যদি ছোট বা মাঝারি পরিসরে হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী শেয়ার হোস্টিং বা ভিপিএস হোস্টিং সার্ভিস ব্যবহার করুন।
লোকেশন অনুযায়ী সার্ভার ভাড়া নিন, যেমনঃ আপনার ওয়েবসাইটের ট্রাফিক যদি এশিয়া প্যাসিফিক দেশগুলো থেকে বেশি হয়, তাহলে সিঙ্গাপুর লোকেশনের সার্ভার ব্যাবহার করুন। বাংলাদেশ লোকেশন থেকে ট্রাফিক যদি ৮০% থেকে ১০০% হয়। তাহলে বাংলাদেশ লোকেশনের বিডিআইএক্স নেটওয়ার্ক কানেক্ট সার্ভার ব্যাবহার করুন। এভাবে লোকেশন অনুযায়ী সার্ভার ব্যবহার করলে, ওয়েবসাইটের ভিজিটরগন দ্রুত ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে এবং লোডিং টাইম ও খুব কম হবে।
যদি দেখেন সব দেশ থেকেই কম বেশি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আছে, তাহলে সিঙ্গাপুর লোকেশন অথবা ইউএস লোকেশন থেকে একটি সার্ভার নিয়ে ক্লাউড ফায়ার এর পেইড সিডিএন সার্ভিস ব্যবহার করুন।
আমার লেখা আর্টিকেলটি আপনারা ধৈর্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্ত।