Blog

শেয়ার হোস্টিং কি?

1 min read

শেয়ার হোস্টিং হলো, একটা সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করাকে বুঝায়। যেমনঃ একটা সার্ভারের র‍্যাম, সিপিইউ, স্টোরেজ, ব্যান্ডউইথ ইত্যাদি রিসোর্স গুলো প্যাকেজ আকারে ভাগ করা হয় এবং সেই প্যাকেজগুলো কাস্টমারদের কাছে মাস হিসেবে বা বছর হিসেবে ভাড়া দেওয়া হয়।

আপনার ওয়েব সাইটের যাত্রা ছোট পরিসরে শুরু করতে চাইলে, আপনার প্রয়োজন অনুযায়ী শেয়ার হোস্টিং দিয়ে শুরু করতে পারেন। যে লোকেশনগুলো থেকে আপনার ওয়েবসাইটের ভিজিটর বেশি, সেই লোকেশন এর শেয়ার হোস্টিং সার্ভার ব্যবহার করুন।

যেমনঃ বাংলাদেশ থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর যদি ৮০% থেকে ১০০% হয়। তাহলে বাংলাদেশ লোকেশনের বিডিআইএক্স নেটওয়ার্ক কানেক্ট শেয়ার হোস্টিং সার্ভার ব্যাবহার করুন। এশিয়া প্যাসিফিক দেশগুলো থেকে যদি আপনার ওয়েবসাইটের ভিজিটর বেশি হয়, তাহলে সিঙ্গাপুর লোকেশনের শেয়ার হোস্টিং সার্ভার ব্যাবহার করুন।

এভাবে আপনার ওয়েবসাইটের জন্য লোকেশন অনুযায়ী হোস্টিং সার্ভার ব্যবহার করলে, ওয়েবসাইটের ভিজিটরগন দ্রুত ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে এবং লোডিং টাইম ও খুব কম হবে।শেয়ার হোস্টিং এর জন্য ওয়ার্ল্ডের জনপ্রিয় কিছু কোম্পানি হলোঃ A2 Hosting, Blue host, Name Cheap, Hostinger, Host Gator, InMotion Hosting ও Green Geeks আমার দেওয়া লিস্টের বাইরে আরো অসংখ্য কোম্পানি রয়েছে এবং প্রতিটি কোম্পানি কাস্টমারদের সেরা সার্ভিস দেওয়ার চেষ্টা করে।

বিভিন্ন দেশের লোকেশনের শেয়ার হোস্টিং এবং বাংলাদেশ লোকেশনের বিডিআইএক্স শেয়ার হোস্টিং সার্ভিস দিয়ে থাকে, আমাদের দেশের এমন কয়েকটি কোম্পানি হলোঃ XeonBD, Hostever, DianaHost, EBNHost, ExonHost, Eyhost ও HostMight আমার দেওয়া লিস্টের বাইরে আরো অসংখ্য কোম্পানি রয়েছে এবং দেশের প্রতিটি কোম্পানি কাস্টমারদের সেরা সার্ভিস দেওয়ার চেষ্টা করে।

আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, কোন কোন কোম্পানি থেকে শেয়ার হোস্টিং সার্ভিস নিয়ে ব্যবহার করছেন এবং সার্ভিস কেমন পাচ্ছেন ও আপনাদের অভিজ্ঞতা ইত্যাদি। এতে করে গ্রুপের অন্য মেম্বারগন কোম্পানিগুলোর নাম এবং সার্ভিস সম্পর্কে কমেন্ট বক্স থেকে জানতে পারবে।শেয়ার হোস্টিং নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন, আমার লেখা আর্টিকেলটি আপনারা ধৈর্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্ত।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x