html এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন

HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন  এট্রিবিউট প্রয়োজন?

ক.font
খ.href
গ.face
ঘ.src
উত্তর:গ.face

অথবা,

ওয়েব পেজে বাংলা সাধারনত ইউনিকোড এ লেখা হয় । তো সব ধরনের ইউনিকোড ফন্ট সাপোর্ট ওয়েব বাউজার বাই ডিফষ্ট  থাকেনা । ওয়েব পেজ ডেভেলপকরার সময় বলে দিতে হয় যে এই ওয়েব পেজটিতে কোন ক্যারেকটার সেট সাপোর্ট করবে ।
প্রশ্ন হল Html এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন ?
উত্তর হলো charset এট্রিবিউট প্রয়োজন এবং এটি লেখা নিচের মতো করে

<meta charset=”utf-8″>

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “html এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (30 votes)

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.