DNA এর রাসায়নিক গঠন

যে সব রাসায়নিক পদার্থ নিয়ে DNA গঠিত সে সব রাসায়নিক পদার্থ ই হল DNA এর রাসায়নিক গঠন উপাদান।
→এক খন্ড DNA কে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় কতকগুলো নিউক্লিওটাইড।
→নিউক্লিওটাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় নিউক্লিওসাইড ও ফসফোরিক এসিড।
→নিউক্লিওসাইডকে আবার বিশ্লেষণ করলে পাওয়া যায় নাইট্রোজেনঘটিত ক্ষারক (নাইট্রোজেন বেস) ও ডিঅক্সি রাইবোজ স্যুগার।
→ নাইট্রোজেনঘটিত ক্ষারকসমুহকে বিশ্লেষণ করলে পাওয়া যায় অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, ও সাইটোসিন নামক  নাইট্রোজেনঘটিত ক্ষারক (নাইট্রোজেন বেস)।
কাজেই DNA বা ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড এর রাসায়নিক গঠন হলঃ-
১/ পাচ কার্বন বিশিষ্ট ডিঅক্সি রাইবোজ স্যুগার,
২/ নাইট্রোজেনঘটিত ক্ষারক (নাইট্রোজেন বেস) এবং
৩/ ফসফোরিক এসড।

ক্ষারকগুলো হল অ্যাডেনিন ও গুয়ানিন নামক পিউরিন এবং থাইমিন ও সাইটোসিন নামক পাইরিমিডিন।

বিস্তারিত বুঝতে চাইলে……….  এই দুইটি পোস্ট পড়তে পারেন।

  1. নিউক্লিক এসিডের গঠন | Structure of nucleic acid.
  2. DNA অনুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেইন।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “DNA এর রাসায়নিক গঠন” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts