ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন কোথা থেকে আসে

আধুনিক মাইক্রোবায়োলজির জন্মের পুর্বে শুকরের অগ্নাশয় (পাকস্থলীর নিচের একটি দেহ অংগ) থেকে নিঃসৃত ইনসুলিন সংগ্রহ করে ডায়াবেটিস রোগীদের ট্রিটমেন্ট করা হত।।
কিন্তু এখন?
যে জিনটি ইনসুলিন তৈরীতে নিয়োজিত সেই জিনটি Escheria Coli নামক একটি ব্যাকটেরিয়ার শরীরে ঢুকিয়ে দিলে জিনিটি ইনসুলিন তৈরী করে।।।
প্রশ্ন হল Escheria Coli কেন? কারন হচ্ছে -এই ব্যাকটেরিয়াটি প্রতি ২০মিনিটে একটি থেকে দুইটি , দুইটি থেকে চারটি, চারটি থেকে আটটি তে সংখ্যা বৃদ্ধি ঘটায়।
-এভাবে প্রতি ৭ ঘন্টায় ১মিলিয়ন (১,০০০,০০০) Escheria Coli ব্যাকটেরিয়া পাব মাত্র ১টি ব্যাকটেরিয়া থেকে।
-প্রতি ১০ ঘন্টায় পাব ১বিলিয়ন (১,০০০,০০০,০০০,) Escheria Coli
-২৪ঘন্টায় পাব 10^21টি Escheria Coli অর্থাৎ ১০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০টি।

-আর প্রত্যেক E.Coli এর দেহে ১,০০,০০০ ( ১লক্ষ) ইনসুলিন অনু উৎপাদিত হয়। এভাবে ২৪গ্রাম সুস্থ E.Coli থেকে ১০মিলিগ্রাম ইনসুলিন পাওয়া যায়।
সুতরাং বানিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদনে মাইক্রোবায়োলজি+ জেনিটিক্স এর জ্ঞান থাকা কতটা জরুরী!

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন কোথা থেকে আসে” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts