বেগম রোকেয়া সম্পর্কে ৫ টি বাক্য জানতে চান? বেগম রোকেয়া সম্পর্কে ৫টি বাক্য জেনে নেওয়ার পূর্বে আপনাকে বেগম রোকেয়া সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিতে হবে, এতে আপানর জ্ঞানের পরিসীমা আরো বৃদ্ধি পাবে। বর্তমান সময়ে নারীরা আর পিছিয়ে নেই, আজ নারী ও পুরুষের সমান অধিকার আমরা দেখতে পাচ্ছি। নারীরা বর্তমান সময়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। পূর্বের সময়ের সময় নারীদের শিক্ষার কথা, নারীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে,নারীরা পড়াশোনা করবে এটা কেবল কল্পনা ছিল মাএ। নারীর শিক্ষা অর্জন পূর্বে যারা কল্পনাও করতে পারত না সেখানে বর্তমানে নারীরাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করছে ও বিভিন্ন বড় পদে থেকে দেশের সেবা করছেন। নারীদের এই অগ্রগতি পিছনে রয়েছে বেগম রোকেয়ার অনেক অবদান। নিচে আরো বিস্তারিত আকারে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে:
বেগম রোকেয়া সম্পর্কে ৫টি বাক্য
বেগম রোকেয়া সম্পর্কে ৫টি বাক্য নিচে উল্লেখ করা হলো:
- নারী জাগরণে অগ্রদূত হলেন বেগম রোকেয়া। নারীদের শিক্ষার জন্য বেগম রোকেয়া অক্লান্ত পরিশ্রম করেছেন।যা চিরকাল স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
- রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে১৮৮০ সালে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।
- বেগম রোকেয়া এর স্বামীর নাম হলো সৈয়দ সাখাওয়াত হোসেন।
- মতিচুর ও অবরোধবাসিনি বেগম রোকেয়ার লেখা তাৎপর্যপূর্ণ গদ্যগ্রন্থ।
- বেগম রোকেয়া দুটি উপন্যাস রচনা করেন। বেগম রোকেয়ার লেখা দুটি উপন্যাসের নাম হল পদ্মরাগ ও সুলতানা স্বপ্ন।
সম্পর্কিত প্রশ্নাবলী
বেগম রোকেয়া দিবস কত তারিখ?
উওর: ৯ ডিসেম্বর
বেগম রোকেয়ার প্রকৃত নাম কি?
উত্তর: বেগম রোকেয়ার প্রকৃত নাম হল রোকেয়া খাতুন।
বৈবাহিক সূত্রে বেগম রোকের নাম কি রাখা হয়?
বৈবাহিক সূত্রে বেগম রোকেয়ার নাম রাখা হয় রোকেয়া সাখাওয়াত হোসেন।
মতিচূর ও অবোধবাসিনী গদ্যগ্রন্থ কার লেখা?
উওর: লোকেশ সাখাওয়াত হোসেন এর দুটি লেখার নাম হল মতিচূর ও অবরোধবাসিনী।
উপসংহার
আশা করি আপনি, বেগম রোকেয়া সম্পর্কে ৫টি বাক্য সম্পর্কে জানতে পেরেছেন। আমরা চেষ্টা করি সকল সঠিক তথ্য আপনার সামনে উপস্থাপন করার।