হামিং বার্ড কোন দেশের পাখি

আমরা জানি যে, হামিং বার্ড বিশ্বের সবচেয়ে ছোট পাখি। অনেকে আমরা এইটুকু তথ্য এই সীমাবদ্ধ থাকি। আমাদের জানা হয় না হামিং বার্ড কোন দেশের পাখি, হামিং বার্ড দেখা যায় কোন দেশে,হামিং বার্ড এর ডিম,হামিং বার্ড এর বৈশিষ্ট্য,হামিং বার্ড কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে। তবে আমরা আপনাদের জানানোর জন্য এই পোস্টটিতে বিস্তারিত  আলোচনা করেছি। আশা করি আপনি পোস্টটি মনোযোগ সহকারে পড়ে জ্ঞান অর্জন করবেন।

হামিং বার্ড কোন দেশের পাখি

হামিং বার্ড হলো আমেরিকার স্থানীয় পাখি। বিশেষ করে হামিং বার্ড আমেরিকার আলাস্কা থেকে টিয়েরা দেল ফুয়েগো পর্যন্ত বেশি দেখা যায়।

হামিং বার্ড এর আয়তন ও ওজন

আমরা জানি যে হামিং বার্ড আকারের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট পাখি। আপনি হামিং বার্ড  এর আকার ওজন জানেন কি? ক্ষুদ্রতম হাবিব প্রজাতির আকার হল ২ ইঞ্চি (৫ সেন্টিমিটার)  এই পাখি ওজন ২ গ্রাম। তবে আপনি জানেন কি হামিং বার্ডের রয়েছে ৩৬১টি মতো প্রজাতি। এ সকল প্রজাতির মধ্যে মৌ হামিংবার বিশ্বের ক্ষুদ্রতম পাখি হিসেবে পরিচিত। আমরা উপরে মৌ হামিং বার্ড এর আকার ওজন সম্পর্কে বলেছি। তবে হামিং বার্ডের প্রজাতি ভেদে অনেক পাখি প্রায় ৯ ইঞ্চি তথা ২৩ সেন্টিমিটার পর্যন্ত আকারে হয়ে থাকে ।

হামিং বার্ড দেখা যায় কোন দেশে

হামিং বার্ড দেখা যায় সবচেয়ে বেশি আমেরিকাতে।

হামিং বার্ড এর ডিম

হামিং বার্ড এমন এক ধরনের পাখি যারা উড়তে থাকা অবস্থায় ডিম পারে ও এই ডিম থেকে পাখির বাচ্চা মাটিতে পড়ার আগে বের হয়ে যায় ও উড়তে শিখে যায়।

হামিং বার্ড পাখি সম্পর্কে ৫টি বাক্য

হামিং বার্ড সম্পর্কে ৫টি বাক্য নিচে উপস্থাপন করা হলো:

  1. হামিং বার্ড হল আমেরিকার স্থানীয় পাখি।
  2. হামিং বার্ডের সবচেয়ে ছোট প্রজাতির নাম মৌ হামিংবার্ড।
  3. হামিং বার্ডের সবচেয়ে ছোট প্রজাতির পাখি আকারে ২ ইঞ্চি হয়ে থাকে। যা আকারে ৫ সেন্টিমিটার থেকে ৬ সেন্টিমিটার।
  4. হামিং বার্ডকে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি বলা হয়।
  5. হামিং বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পারে। ডিম মাটিতে পড়ার আগে হামিং বার্ডের ডিম ভেঙে হামিং বার্ডের ছানা বের হয়।
  6. বর্তমানে পৃথিবীতে হামিং বার্ডের ৩৬১টির মতো প্রজাতি রয়েছে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

কিছু বন্ধুরা আমাদের ইমেইল করে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন সকল প্রশ্ন ও উত্তর নিম্নরূপ:

হামিং বার্ড পাখি কোন প্রজাতি সবচেয়ে ছোট?

হামিং বার্ড পাখির সবচেয়ে ছোট প্রজাতির নাম মৌ হামিং বার্ড।

হামিং বার্ড পাখি কি হাঁটতে পারে?

হামিংবার পাখি হাঁটতে পারেনা। কারণ হামিং বার্ড পাখির পা ছোট ও দুর্বল।

উপসংহার

আশা করি আমরা আপনাকে, হামিং বার্ড সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি।

5/5 - (37 votes)

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.