স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে চান? তাহলে আপনি সঠিক পোস্টটিতে এসেছেন। আজকের আলোচনানায় আমরা স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য আলোচনা করবো।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে

বাংলাদেশে নির্মিত বাংলাদেশের বৃহত্তম সেতুর নাম পদ্মা সেতু। পদ্মা সেতুর আরেকটি নাম নাম হলো পদ্মা বহুমুখী সেতু। এই সেতুটি বাংলাদেশের মানুষের কাছে স্বপ্ন ছিল,তাই এই এই সেতুকে স্বপ্নের পদ্মা সেতু বলে আমরা সবাই সম্বোধন করে থাকি। পদ্মা সেতু মূলত একটি বহুমুখী সড়ল ও রেল সেতু। এই সেতুর উপর দিয়ে চলাচল করবে বাস,মাইক্রো,ট্রাক,মোটরসাইকেল ও ইত্যাদি যানবাহন এবং নিচের অংশে রয়েছে রেললাইন, এখান দিয়ে ট্রেন যাতায়াত করবে। পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের জনপদের সাথে উওর অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করেছে। পূর্বে দক্ষিণ অঞ্চলের মানুষের ঢাকা যেতে ৭-৮ ঘন্টা সময় প্রয়োজন হতো, সেখানে এখন ৩-৪ ঘন্টায় ঢাকায় যাওয়া সম্ভব হচ্ছে। নিচে চার্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ ৬.১৫ কিলোমিটার ও ১৮.১০ মিটার
পদ্মা সেতুর ধরন দ্বিতল (উপরে সড়ক পথ ও নিচের তলায় রেলপথ)
পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা ৯ রিখটার স্কেল পর্যন্ত
পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ২৬ নভেম্বর
পদ্মা সেতুরনির্মাণ কাজ শেষ হয় ২০২২ সালের ২২ জুন
পদ্মা সেতু উদ্বোধন হয় ২০২২ সালের ২৫ জুন
পদ্মা সেতু চালু  হয় ২০২২ সালের ২৬ জুন

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে নিচে ১০টি বাক্য উপস্থাপন করা হলো:

  1. পদ্মা সেতু বাংলাদেশের বৃহওম সেতু।
  2. পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা ৯ রিখটার স্কেল পর্যন্ত।
  3.  ২০২২ নভেম্বর মাসের ২৬ তারিখে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়।
  4. পানির স্তরের থেকে ৬০ ফুট উচ্চতায় পদ্মা সেতু।
  5. পদ্মা সেতুর মূল কাঠামোর রং ধূসর বর্ণের।
  6. ২০১৯ সালের ১৭ই মে পদ্মা সেতুতে রেলওয়ে স্প্যান  বসানো হয়।
  7. পদ্মা সেতুতে রয়েছে লেন সংখ্যা ৪টি,পিলার সংখ্যা ৪২ টি,স্প্যান সংখ্যা ৪১টি,পাইল সংখ্যা ২৯৪টি।
  8. পদ্মা সেতুতে নির্মাণ কাজে নির্মাণ উপাদান হলো কংক্রিট ও স্টিল।
  9. পদ্মা সেতু নির্মাতা কোম্পানির নাম হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
  10. পদ্মা সেতুর দুই প্রান্তের অবস্থান মাওয়া(মুন্সিগঞ্জ) ও জাজিরা(শরীয়তপুর)

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে ব্যবহার করা পৃথিবীর বৃহত্তম ভাসমান যে ক্রেনটি করা হয়েছে সেটির নাম কি?

তিয়ান-ই

পদ্মা সেতুর কাজে ব্যবহৃত ভাসমান তিয়ান-ই ক্রেনটির এর ধারণ ক্ষমতা কত টন?

৩৬০০ টন

পদ্মা সেতু দেখতে অনেকটা ইংরেজি কোন বর্ণের মতো?

S এর বর্ণের মতো

উপসংহার

আশা করি আমরা আপনাকে, স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য জানতে পেরেছি। আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত এরকম তথ্যবহুল প্রকাশনা প্রকাশ করা হয়।

5/5 - (22 votes)

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.