শরৎকাল নিয়ে ক্যাপশন

শরৎকাল নিয়ে ক্যাপশন জানতে চান? তাহলে আপনি সঠিক পোস্টে এসেছেন। শরৎকাল নিয়ে ক্যাপশন জানার আগে আপনাকে অবশ্যই শরৎকাল সম্পর্কে জেনে নিতে হবে। পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আশা করি আপনি শরৎকাল নিয়ে ক্যাপশন ও শরৎকাল সম্পর্কে জানতে পারবেন। 

শরৎকাল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

বাংলা ক্যালেন্ডারের ভাদ্র ও আশ্বিন মাস শরৎ কাল। আবার শরৎকালকে ৬টি ঋতুর মধ্যে ৩য় ঋতু বলা হয়। গ্রীষ্ম ও বর্ষার পরে আগমন শরৎ এর। শরতের শুরুতেই মৃদু তাপমাত্রা বা শীতল আবহাওয়া মনকে প্রশান্ত করে গ্রীষ্ম ও বর্ষার পরে। শরতের প্রভাতে হালকা কুয়াশাচ্ছন্ন এক আবহাওয়া যেন মনকে শান্ত করে তোলে।

শরৎকাল নিয়ে ক্যাপশন 

আমরা অনেকেই আছি যে, যারা শরৎকাল নিয়ে ফেসবুকে ক্যাপশন দিতে চাই কিন্তু আমরা আমাদের পছন্দের ক্যাপশন শরৎকাল নিয়ে সেটি অনলাইনে খুঁজে পাই না। নিচে শরৎকাল নিয়ে ক্যাপশন উল্লেখ করা হলো:

  1. শিউলির সুভাস যেন জানিয়ে দেয় নতুন ঋতুর আগমনেন গান। 
  2. শরৎকালের কাশফুলের শুভ্রতায় প্রতিটি মানুষ তারি মাঝে হারিয়ে যেতে চায়।
  3. শরৎ এর প্রতিটি ক্ষণে হারিয়ে যেতে যাই সেই সীমাহীন নীল আকাশের পানে, যেথা নেইতো কোনো বারণ।
  4. প্রতিবারের মতো,এসেছো নতুন সাজে,স্নিগ্ধ শীতল বায়ু দান করেছো মোরে। 
  5. কিছু শিউলি ও কাশফুলে এই শরৎে আনন্দ পাইনি যে মন, বুজলে প্রিয় ভালোবাসার মতো হয়নি তোমার মন। 
  6. হাল্কা কুয়াশাচ্ছন নতুন শীতল ভোর,মনটি যেন করে আরও শীতল। 
  7. দেখেছো সেদিন প্রিয়,নীল আকাশের পানে চেয়ে। এক মুঠো ভালোবাসা পাঠিয়েছিলাম নাম না জানা শরৎ এর এক চিঠিতে। 
  8. শরৎ এর পত্রঝরা বৃক্ষের পাতার ন্যায় ঝরে যেতে চাইনা আমি যেতে ঝরে, শুধু আছি বলে তুমি নেই আজ আমার পাশে।
  9. আমি সেই এক প্রভাতের অপেক্ষায়, যেথায় হাল্কা কুয়াশাচ্ছন্ন থাকবে, মৃদু বায়ু থাকবে,শীতল আবহাওয়া থাকবে। আমি বার বার তাহার পানে ছুটে যেতে চাই। 
  10. জীবনের প্রতিটি ক্ষণ সম্পর্কে শরৎকাল বুঝিয়ে দেয় জীবন কতটা সুন্দর। 

মন্তব্য

আমরা আশা করি আপনাকে “শরৎকাল নিয়ে ক্যাপশন” জানাতে পেরেছি। আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করা হয়ে থাকে। 

5/5 - (23 votes)

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.