বিড়াল সম্পর্কে ৫টি বাক্য আপনি জানতে চান? মূল আলোচনা যাওয়ার আগে বিড়াল সম্পর্কে কিছু ধারণা আমরা অর্জন করতে পারি। শুধুমাত্র আমাদের দেশ না পৃথিবীর যেকোন স্থানেই বিড়াল মানুষের প্রিয় প্রাণী হিসেবে সম্মোধিত হয়ে আসছে। বিড়ালকে গৃহপালিত প্রাণী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। অনেকে আছেন যারা বিড়ালকে খুব ভালোবাসেন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতির রয়েছে। কিন্তু সব বিড়ালের তো মানুষের কাছে স্থান হয় না। মানুষেরা ঘরে বিড়াল পোষ মানানোর চেষ্টা করেন ইদুর এর উপদ্রব থেকে রক্ষা পেতে। পৃথিবীর বিভিন্ন পরিবেশে বিড়াল টিকে রয়েছে তাদের সক্ষমতা অনুযায়ী।

বিড়াল সম্পর্কে ৫টি বাক্য

বিড়াল সম্পর্কে ৫টি বাক্য নিম্নে উপস্থাপন করা হলো:
  1. বিড়ালকে একটি গৃহপালিত প্রাণী বলা হয়।
  2. বিড়াল প্রতদিন ১২ ঘন্টা থেকে ১৬ ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে থাকে।
  3. একটি বিড়াল ১ ঘন্টায় সর্বোচ্চ ৪৮ কিলোমিটার দৌড়ে পথ পাড়ি দিতে পারে।
  4. বিড়ালের উচ্চতা সাধারণত ২৩ সে.মি থেকে ২৫ সে.মি হয়ে থাকে।
  5. বিড়াল অধিকাংশ সময় দিনে ঘুমিয়ে থাকে ও রাতে জেগে থাকে। এজন্য বিড়ালকে নিশাচর প্রাণী বলা হয়।
  6. একটি মা বিড়াল দুই থেকে পাঁচটি বিড়াল ছানা দিতে পারে।
  7. পুরুষ বিড়ালকে টমক্যাট বা টম নামে অবহিত করা হয় ও মহিলা বিড়ালকে মলি বলা হয়। তবে এটি অনেক গুলো বিড়ালকে বলা হয় না। কেবল মাএ একটি বিড়ালকে এই নামে ডাকা হয়।
  8. একটি বিড়াল স্বাভাবিক ভাবে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
  9. বিড়াল যেকোনো ছিদ্রে তার মাথা ঢুকাতে পারলে সে ঐ ছিদ্র দিয়ে বের হতে পারে।
  10. বিড়াল পরিস্কার স্থান পছন্দ করে। বিড়ালকে আপনি অপরিষ্কার জায়গায় থাকতে কখনো দেখবেন না।

বহুল জিজ্ঞেসিত প্রশ্ন

বিড়ালের বাসস্থান কোথায়?

বিড়াল সাধারণত মানুষের কাছে থাকতে পছন্দ করে। সেহেতু বিড়াল শান্ত প্রাণী হবার কারনে মানুষ বিড়ালকে তাদের কাছে রাখেন। তবে কিছু বিড়াল রয়েছে যাদের নিদিষ্ট বসবাস স্থান নেই। 

(১) একটি মা বিড়াল একসাথে কয়টি ছানা দিতে পারে?
উওর: একটি মা বিড়াল দুই থেকে পাঁচটি বিড়াল ছানা দিতে পারে।
(২) একটি বিড়াল ঘন্টায় কত কিলোমিটার দৌড়াতে পারে?
উওর: একটি বিড়াল ১ ঘন্টায় সর্বোচ্চ ৪৮ কিলোমিটার দৌড়ে পথ পাড়ি দিতে পারে।
(৩) কত বছর হলে বিড়ালকে বয়স্ক হিসেবে বিবেচনা করা হয়?
উওর: ১০ বছর থেকে ১২ বছর

উপসংহার

বিড়াল অতন্ত্য উপকারি একটি প্রাণী। বিড়াল যেমন ঘুমকাতুরে প্রাণী তেমনি বিড়াল রাতের বেলা গৃহস্থালিতে ইদুর ও পোকামাকড় থেকে সুরক্ষা প্রদান করে। বিড়াল সম্পর্কে ৫টি বাক্য ছাড়াও যদি আপনি আরো তথ্য জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। 

5/5 - (14 votes)

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.