পটুয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত ও দর্শনীয় স্থান

পটুয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের আলোচনায় আমরা আপনাকে জানাবো যে, পটুয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত,পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার,পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান সম্পর্কে। আশা করি আপনি পোস্টটি শেষ অবধি মনোযোগ সহকারে পড়বেন।

পটুয়াখালী জেলা সম্পর্কে তথ্য

পটুয়াখালী জেলা বাংলাদেশের বরিশাল বিভাগের অর্ন্তগত একটি উপকূলীয় জেলা। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ জেলা পটুয়াখালী। ১৯৬৯ সালের ১ জানুয়ারি তারিখে পটুয়াখালী জেলা প্রতিষ্ঠা লাভ করে। পটুয়াখালী জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। পটুয়াখালী জেলার পূর্ব দিকে রয়েছে ভোলা জেলা,পশ্চিম দিকে রয়েছে বরগুনা জেলা, উওর দিকে বরিশাল জেলা ও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। পটুয়াখালী জেলায় রয়েছে ৮টি উপজেলা ও ৭৬টি ইউনিয়ন।

পটুয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত

পটুয়াখালী জেলা কুয়াকাটার  জন্য বিখ্যাত। এছাড়া পটুয়াখালী জেলা বিশেষ করে মৎস্য সম্পদে সমৃদ্ধ। এছাড়া পটুয়াখালী জেলায় কুটির শিল্প ও মৃৎশিল্প দেখা যায়। তাছাড়া পটুয়াখালী জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান,যা আপনি সব দর্শনীয় স্থান ভ্রমণ করতে চান তাতে আপনার বেশ কিছুদিন সময় লাগবে।

পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ

পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহের নাম নিচে উপস্থাপন করা হলো:

  • কুয়াকাটা
  • কুয়াকাটা সমুদ্র সৈকত
  • কুয়াকাটা ইকোপার্ক
  • কুয়াকাটা জাতীয় উদ্যান
  • মহেন্দ্র রায়ের জমিদার বাড়ি
  • শ্রীরামপুর জমিদার বাড়ি
  • ফাতরার চর
  • কুয়াকাটা বৌদ্ধ মন্দির
  • কানাই বলাই দিঘী
  • হযরত ইয়ার উদ্দিন খলিফার মাজার
  • কাজলার চর
  • কনকদিয়া পালপাড়া ঐতিহাসিক কম্পানি পুকুর
  • পায়রা সেতু
  • শের-ই-বাংলার দাদার পৈতৃক বাড়ি
  • কনকদিয়া পালপাড়া মৃৎশিল্প
  • তুফানিয়ার চর
  • জাহাজমারা সমুদ্র সৈকত
  • কুয়াকাটা রাখাইনপল্লী
  • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • সোনারচর
  • মনিপাড়া মৎস খামার
  • চরমোন্তাজ
  • কলাগাছিয়ার চর
  • চরআন্ডা
  • মজিদবাড়িয়া মসজিদ
  • কলাগাছিয়ার চর
  • পানি জাদুঘর
  • সীমা বৌদ্ধ বিহার
  • ঘসেটি বিবির মসজিদ
  • শৌলা পার্ক
  • কালাইয়া প্রাচীন বন্দর
  • পটুয়াখালী শেখ রাসেল শিশু পার্ক
  • মদনপুরার মৃৎশিল্প
  • চন্দ্রদ্বীপের রাজকন্যা কমলারানীর দিঘি
  • কালিশুরী ইসাখার মসজিদ
  • তমিরুদ্দিন আউলিয়ার মাজার – কালাইয়া

এসকল দর্শনীয় স্থান ছাড়াও পটুয়াখালী জেলায় আরো কিছু দর্শনীয় স্থান রয়েছে। আমরা এই দর্শনীয় স্থান সমূহের নাম উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি।

পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার

পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার তালিকার রয়েছে মহিষের দই। এছাড়া আরো অনেক ধরনের সুস্বাদু খাবার রয়েছে যা আপনি পটুয়াখালী জেলায় আসার পর দেখতে পাবেন। পটুয়াখালী জেলায় প্রচুর সবুজ শাকসবজি চাষ হয়। পটুয়াখালী জেলায় উৎপাদিত ফলের তালিকায় রয়েছে ডমুর,কমলালেবু,বাদাম,গাব,নারিকেল,আনারস,লিচু,জাম,কাঁঠাল,পেয়ারা,তরমুজ,আম ইত্যাদি ফল।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

পটুয়াখালী জেলার ওয়েবসাইট ঠিকানা?

https://www.patuakhali.gov.bd/

পটুয়াখালী জেলার আয়তন কত?

পটুয়াখালী জেলার আয়তন হলো প্রায় ৩,২২১.৩১ বর্গ কিলোমিটার।

পটুয়াখালী জেলার থানা কয়টি?

৯টি থানা রয়েছে পটুয়াখালী জেলায়।

শেষ কথা

প্রাকৃতিক বৈচিত্র্যের অপরূপ এক স্থান পটুয়াখালী। পটুয়াখালীতে রয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা। এছাড়া পটুয়াখালীতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এখানের মানুষের আত্মীয়তা আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি কখনো পটুয়াখালী জেলায় ঘুরতে আসেন তাহলে আপনি অবশ্যই এসকল স্থান ভ্রমণ করবেন।

5/5 - (24 votes)

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.