সুপার অক্সাইড কি?

সুপার অক্সাইডঃ যে সকল অক্সাইডে পার-অক্সাইড ও পলি-অক্সাইডের চেয়ে বেশি পরিমাণে অক্সিজেন থাকে তাদেরকে সুপার অক্সাইড বলে।

অথবা যেসব অক্সাইডে অক্সিজেনের পরিমাণ পারঅক্সাইড থেকে বেশি থাকে তাদেরকে সুপার অক্সাইড বলে।

যেমন-  Na₂O; K₂O .

সোডিয়ামের পারঅক্সাইড Na₂O₂ যেখানে দুটি সোডিয়াম পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে। সোডিয়ামের সুপার অক্সাইড NaO₂ যেখানে একটি সোডিয়াম পরমাণুর সঙ্গে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে। অনুরূপভাবে পটাশিয়াম সুপার অক্সাইড (KO₂), হাইড্রোজেন সুপার অক্সাইড (HO₂) ইত্যাদি। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2.

পর্যায় সারণির গ্রুপ-১ এর অতি সক্রিয় ধাতু সুপার অক্সাইড গঠন করে।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “সুপার অক্সাইড কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts