ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক a ও b এর তাৎপর্য কি?
ভ্যানডার ওয়ালস্ ধ্রুবক a এর তাৎপর্য–
১. ভ্যানডার ওয়ালস ধ্রুবক a কোন গ্যাসের আন্তঃআণবিক আকর্ষন শক্তির পরিমাপক। কোন গ্যাসের জন্য a এর মান যত বেশি হবে, ঐ গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তত বেশি হবে।
২. কোন গ্যাসের আণবিক ভর যত বেশি ঐ গ্যাসের জন্য a এর মান তত বেশি হবে এবং গ্যাসকে তত সহজে তরল করা যায়।
৩. a এর একক চাপ ও আয়তনের এককের উপর নির্ভরশীল। আয়তনকে লিটার ও চাপকে এটমোস্ফেয়ার এককে প্রকাশ করা যায় তবে a এর একক
হবে- atm. / (L. mol)².
ভ্যানডার ওয়ালস ধ্রুবক b এর তাৎপর্য–
১. b হল ১ মোল কোন গ্যাসের অনুসমূহের নিজস্ব আয়তন।
২. কোন গ্যাসের আকার বড় হলে b এর মান বড় হবে।
৩. b এর একক আয়তনের এককের উপর নির্ভরশীল। আয়তনকে লিটারে প্রকাশ করলে b এর একক হবে L / mol.