বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত

বয়েলের সূত্রঃ স্হির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যেকোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক।

অর্থাৎ স্হির তাপমাত্রায় গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়।

বয়েলের গাণিতিক সমীকরণ নিম্নরূপ-

P₁V₁ = P₂V₂ = K  ——-(i)

আমরা জানি,

গ্যাসের ঘনত্ব = (ভর / আয়তন)

d = (W / V )

বা, আয়তন = (ভর / ঘনত্ব).

V = (W / d ).

এক্ষেত্রে গ্যাসের ভর (W) নির্দিষ্ট। তাই স্হির তাপমাত্রায় গ্যাসের আয়তন (V) পরিবর্তন করলে গ্যাসের ঘনত্ব (d) পরিবর্তিত হয়।

অতএব, V₁ = W / d₁ ,

এবং V₂ = W / d₂

(i) নং সমীকরণে V₁ ও V₂ এর মান বসাই,

=> (WP₁ / d₁) = (WP₂ / d₂ )

=> ( P₁ / d₁ ) = (P₂ / d₂ )

=> P / d = K

=> P = K d

=>  P α d.

অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এটি বয়েলের অনুসিদ্ধা

Similar Posts