১। গুণ কাকে বলে?
উ: গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায়।
২। গুণের কয়টি অংশ?
উ: গুণের তিনটি অংশ।
ক) গুণ্য খ) গুণক গ) গুণফল
৩। গুণ্য কাকে বলে?
উ: যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।
৪। গুণক কাকে বলে?
উ: যে সংখ্যা দ্বারা গুণ্যকে গুণ করা হয় তাকে গুণক বলে।
৫। গুণফল কাকে বলে?
উ: গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে।
৬। গুণ কীসের সংক্ষিপ্ত রূপ?
উ: যোগের সংক্ষিপ্ত রূপ।
৭। গুণকের অপর নাম কী?
উ: গুণনীয়ক/উৎপাদক
৮। গুণ কী ধরনের প্রক্রিয়া?
উ: গুণ হলো পর্যায়ক্রমিক যোগ প্রক্রিয়া।
৯। গুণ কী ধরনের প্রতীক?
উ: গুণ হলো প্রক্রিয়া প্রতীক।
১০। গুণকে কোন্ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উ: ‘×’ চিহ্ন দ্বারা।
১১। যে কোনো সংখ্যাকে শূন্য (০) দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উ: শূন্য (০) ।
১২। যে কোনো সংখ্যাকে ১ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উ: সংখ্যাটি নিজেই।
১৩। গুণফল এর সূত্র কী?
উ:গুণফল = গুণ্য×গুণক
১৪। গুণ্য এর সূত্র কী?
উ: গুণ্য = গুণফল ÷গুণক
১৫। গুণক এর সূত্র কী?
উ: গুণক = গুণফল ÷ গুণ্য
১৬। গুণের বিপরীত রাশির নাম কী?
উ: ভাগ
১৭। ১ রিমে কত তা?
উ: ৫০০ তা।
১৮। ১ রিম সমান কত দিস্তা?
উ: ২০ দিস্তা
১৯। মোট গাণিতিক প্রতীক কয়টি?
উ: ১০টি।
২০। গুণক বা গুণ্য যে কোনো একটি শূন্য হলে গুণফল কত হবে?
উ: শূন্য হবে।