অষ্টম T-20 বিশ্বকাপ ২০২২

আয়োজন ৮ম
সময়কাল ১৬ অক্টোবর-১৩ নভেম্বর ২০২২
অংশগ্রহণকারী দেশ ১৬টি
মোট খেলা ৪৫ টি
স্বাগতিক অস্ট্রেলিয়া
ভেন্যু ৭টি (হোবার্ট, সিডনি, ব্রিসবেন, এডিলেড, মেলবোর্ন, জিলং ও পার্থ)।
চ্যাম্পিয়ন ইংল্যান্ড (২য় বার)।
রানার্স আপ পাকিস্তান
ম্যান অব দ্য ফাইনাল স্যাম কারেন
ম্যান অব দ্য টুর্নামেন্ট স্যাম কারেন

ব্যাটিং রেকর্ড

সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকা; ২০৫/৫; বিপক্ষ বাংলাদেশ
সর্বনিম্ন রান আরব আমিরাত; ৭৩/১০; বিপক্ষ শ্রীলংকা
সর্বাধিক রান বিরাট কোহলি (ভারত); ৬ ম্যাচে ২৯৬
সর্বোচ্চ ইনিংস রাইলি রুশো; ১০৯ (৬৭ বলে)
মোট সেঞ্চুরি ২টি; গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) ও রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
সর্বাধিক হাফ সেঞ্চুরি বিরাট কোহলি (ভারত); ৪টি
সর্বাধিক ছক্কা সিকান্দার রাজা (জিম্বাবুয়ে); ১১টি।

আইসিসির সেরা একাদশ

১৪ নভেম্বর ২০২২ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) অষ্টম T-20 বিশ্বকাপ শেষে সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে। সেরা একাদশ- অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার) (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শাদাব খান (পাকিস্তান), স্যাম কারেন (ইংল্যান্ড), আনরিখ নকিয়া (দক্ষিণ আফ্রিকা), মার্ক উড (ইংল্যান্ড), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)। দ্বাদশ খেলোয়াড় হার্দিক পান্ডিয়া (ভারত)।

বোলিং রেকর্ড

সর্বাধিক উইকেট ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা); ৮ ম্যাচে ১৫টি।
সেরা বোলিং স্যাম কারেন (ইংল্যান্ড); ৫/১০; বিপক্ষ আফগানিস্তান
হ্যাটট্রিক ২টি; কার্তিক মেইয়াপ্পন (আরব আমিরাত) ও জশ লিটল (আয়ারল্যান্ড)।

 বিবিধ

সর্বাধিক ক্যাচ দাসুন শানাকা (শ্রীলংকা); ৯টি
সবচেয়ে বেশি ম্যাচ জয়ী দল ইংল্যান্ড; ৫টি
সর্বোচ্চ জুটি জস বাটলার-অ্যালেক্স হেলস (ইংল্যান্ড); ১৭০*; বিপক্ষ ভারত
সবচেয়ে বেশি ডিসমিসাল জস বাটলার (ইংল্যান্ড) ও স্কট অ্যাডওয়ার্ডস (নেদারল্যান্ডস); ৯টি।

Up-to-date রেকর্ড

সর্বোচ্চ দলীয় রান শ্রীলংকা; ২৬০/৬ (২০০৭); বিপক্ষ— কেনিয়া
সর্বনিম্ন দলীয় রান নেদারল্যান্ডস; ৩৯/১০ (২০১৪); বিপক্ষ শ্রীলংকা
সর্বাধিক ব্যক্তিগত রান বিরাট কোহলি (ভারত); (২০১২-২০২২); ২৭ ম্যাচে ১১৪১
এক টুর্নামেন্টে সর্বাধিক রান বিরাট কোহলি (ভারত); ৬ ম্যাচে ৩১৯ রান; ২০১৪
ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান ১২৩ (৫৮ বলে); ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড); বিপক্ষ— বাংলাদেশ; ২০১২
সর্বাধিক উইকেট সাকিব আল হাসান (বাংলাদেশ); ৩৬ ম্যাচে ৪৭টি (২০০৭-২০২২)
এক টুর্নামেন্টে সর্বাধিক উইকেট ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা); ৮ ম্যাচে ১৬টি; ২০২১
সেরা বোলিং অজন্তা মেন্ডিস (শ্রীলংকা); ৬/৮; বিপক্ষ জিম্বাবুয়ে; ২০১২
সর্বাধিক ক্যাচ (ফিল্ডার) এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা); ৩০ ম্যাচে ২৩টি (২০০৭-২০১৬)
মোট সেঞ্চুরি ১১টি (২০০৭-২০২২)
সর্বাধিক সেঞ্চুরি ক্রিস গেইল (উইন্ডিজ); ২টি
সর্বাধিক ছক্কা ক্রিস গেইল (উইন্ডিজ); ৬৩টি (২০০৭-২০২১)
সর্বাধিক ম্যাচ জয়ী দল শ্রীলংকা; ৩১টি (২০০৭-২০২২)
সর্বাধিক ম্যাচ হারা দল বাংলাদেশ; ২৮টি (২০০৭-২০২২)
সর্বাধিক ম্যাচ রোহিত শর্মা (ভারত); ৩৯টি।

 

T-20 বিশ্বকাপে বাংলাদেশ

সর্বোচ্চ রান ১৮১/৭ (২০ ওভার); বিপক্ষ পাপুয়া নিউগিনি; ওমান; ২০২১
সর্বনিম্ন রান ৭০/১০ (১৫.৪ ওভার); বিপক্ষ নিউজিল্যান্ড; ইডেন গার্ডেন; ২০১৬
সর্বাধিক রান সাকিব আল হাসান; ৩৬ ম্যাচে ৭৪২ রান (২০০৭ – 2022 )
ব্যক্তিগত সর্বোচ্চ ১০৩*; তামিম ইকবাল; বিপক্ষ ওমান; ধর্মশালা; ২০১৬
সর্বাধিক উইকেট সাকিব আল হাসান; ৩৬ ম্যাচে ৪৭টি (২০০৭-২০২২)
সেরা বোলিং ৫/২২, মোস্তাফিজুর রহমান; বিপক্ষ নিউজিল্যান্ড; ইডেন গার্ডেন; ২০১৬
সৰ্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় সাকিব আল হাসান; ৩৬ ম্যাচ (২০০৭-২০২২)।

২০২৪ বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ

জুন ২০২৪-এ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২০ দলের T-20 বিশ্বকাপ হবে। হোস্ট (২ দল) ছাড়া গ্রুপের সেরা ৮ দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস থাকবে। সর্বশেষ ২০২২ র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি ৮ দল নির্ধারিত হবে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে । ২৭ অক্টোবর ২০২২ দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ ১০৪ রানে পরাজিত হয় । এই হার বিশ্বকাপে তো বটেই T-20 ‘তেও বাংলাদেশের সবচেয়ে বড় হার। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ৭৫ রানে, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে হারে। আর T-20তে পাকিস্তানের বিপক্ষে, ২০০৮ সালে ১০২ রানে হারে ।

Similar Posts