General Knowledge

রিপোর্ট সমীক্ষা ডিসেম্বর ২০২২

1 min read

সাম্প্রতিক সময়ের রিপোর্ট-জরিপ-সমীক্ষার খবরাখবর নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। তো চলুন লেখাটি গুরুত্ব সহকারে পড়ে নেয়া যাক-

আইনের শাসন সূচক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২
প্রকাশক : World Justice Project (WJP), যুক্তরাষ্ট্র
অন্তর্ভুক্ত দেশ : ১৪০টি
প্রতিবেদনের শিরোনাম : WJP Rule of Law Index 2022।

সূচক অনুযায়ী

শীর্ষ দেশ : ডেনমার্ক
সর্বনিম্ন দেশ : ভেনিজুয়েলা।
সার্কভুক্ত দেশের অবস্থান : ৬৯. নেপাল, ৭৪. শ্রীলংকা, ৭৭. ভারত, ১২৭. বাংলাদেশ, ১২৯. পাকিস্তান ও ১৩৮. আফগানিস্তান।

বৈশ্বিক আইনশৃঙ্খলা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২
প্রকাশক : যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান ‘গ্যালাপ’
অন্তর্ভুক্ত দেশ : ১৪০ টি
প্রতিবেদনের শিরোনাম : Gallup Global Law and Order 2022 ।

সূচক অনুযায়ী—

শীর্ষ দেশ : সিঙ্গাপুর
সর্বনিম্ন দেশ : আফগানিস্তান।
– বাংলাদেশের স্কোর : ৭৯।

বৈশ্বিক মোবাইল ডেটা

প্রকাশ : অক্টোবর ২০২২
প্রকাশক : ইন্টারনেটের দাম ও গতি পর্যালোচনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান cable.co.uk ও জনপ্রিয় ওয়েবসাইট ‘স্পিডটেস্ট’
অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ২৩৩টি
প্রতিবেদনের শিরোনাম : Worldwide mobile data pricing 2022 ।

প্রতিবেদন অনুযায়ী —

  • বিশ্বে সবচেয়ে কম মূল্যের (প্রতি জিবি মাত্র ৪ সেন্ট বা ৪ টাকা) মোবাইল ইন্টারনেট সরবরাহ করা হয় ইসরায়েলে।
  • কম দামে ডেটা প্রাপ্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২তম । প্রতি জিবি ডেটা কিনতে খরচ হয় ৩২ সেন্ট বা প্রায় ৩৩ টাকা
  • দ্রুতগতির ইন্টারনেট সেবায় বাংলাদেশ ১৩৯ দেশের মধ্যে ১২৫তম।

বিশ্বসেরা টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২
প্রকাশক : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা Quacquarelli Symonds (QS)
অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় : ৭০০
প্রতিবেদনের শিরোনাম : QS World University Rankings: Sustainability 2023!

প্রতিবেদন অনুযায়ী—

  • সেরা ৫ বিশ্ববিদ্যালয় > ১. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (UCB); ২. ইউনিভার্সিটি অব টরন্টো, কানাডা; ৩. ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া; ৪. ইউনিভার্সিটি অব এডিনবার্গ, যুক্তরাজ্য এবং ৫. ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া।
  • তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৫১-৬০০-এর মধ্যে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান ৬০১-৭০০ এর মধ্যে।

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২
প্রকাশক : জর্দানের আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ।

প্রতিবেদন অনুযায়ী-

  • ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব : ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি ।
  • ‘ওম্যান অব দ্য ইয়ার’ তথা বর্ষসেরা নারী : যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অনুবাদক আয়েশা আবদুর রহমান বিউলি । আয়েশা আবদুর রহমান একজন নওমুসলিম নারী।
  • প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ।

নলকূপে আর্সেনিক সমীক্ষা-

প্রকাশ : নভেম্বর ২০22
প্রকাশক : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)
সমীক্ষাকাল : ২০২১ সালের মাঝামাঝি-সেপ্টেম্বর ২০২২
সমীক্ষা চালানো নলকূপ : ৩,২০০টি ইউনিয়নের ৫৪,৩০,৮৮০টি । যার ৭,৫৫,৫৪৮টি নলকূপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া যায় । যা দেশের ১৪% নলকূপ।

সমীক্ষা অনুযায়ী —

  • মাত্রাতিরিক্ত আর্সেনিকে শীর্ষ ৫ জেলা ≈ ১. গোপালগঞ্জ ২. চাঁদপুর ৩. কুমিল্লা ৪. সাতক্ষীরা ৫. লক্ষ্মীপুর ।
  • আর্সেনিকে সর্বনিম্ন ৫ জেলা ≈ ১. দিনাজপুর ২. ময়মনসিংহ ৩. নওগাঁ ৪. নাটোর ও ৫. রংপুর।

আবাদযোগ্য জমি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) প্রকাশিত সর্বশেষ তথ্য—

  • দেশে মোট ভূমি ৩,৬৪,৬৫,০০০ একর। চাষাবাদযোগ্য ২,৮১,০০০ একর । আবাদযোগ্য হওয়ার পরও চাষের আওতায় আসেনি ৬,৭১,০০০ একর, যা মোট ভূমির প্রায় ১.৮৪ %।
  • আবাদযোগ্য জমি অপচয়ে শীর্ষে বান্দরবান। জেলাটির মোট ভূমি ১১,০৭,০০০ একর । জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, আবাদকৃত জমির পরিমাণ ১,৭৯,০০০ হেক্টর।

আবাদযোগ্য জমি অপচয়ের শীর্ষ ১০ জেলা (হাজার একর)

জেলা মোট জমি অপচয়কৃত জমি জেলা মোট জমি অপচয়কৃত জমি
বান্দরবান ১১০৭ ১০৬ মৌলভীবাজার ৬৯২ ৩১
সুনামগঞ্জ ৯২৬ ৪৬ চট্টগ্রাম ১৩০৫ ২৯
ফরিদপুর ৫০৭ ৪৩ টাঙ্গাইল ৮৪৪ ২৩
সিলেট ৮৫৩ ৩৯ হবিগঞ্জ ৬৫১ ২১
নেত্রকোনা ৬৯০ ৩২ কিশোরগঞ্জ ৬৬৪ ২১

দেশের জলবায়ু ও উন্নয়ন প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২
প্রকাশক : বিশ্বব্যাংক
প্রতিবেদনের শিরোনাম : Country Climate and Development Report (CCDR)।

প্রতিবেদনে বাংলাদেশ—

  • বায়ুদূষণে বছরে ক্ষতি —GDP’র ৯%
  • পরিবেশদূষণের জন্য মৃত্যু— ৩২%
  • ঘূর্ণিঝড়ের ফলে বছরে গড় ক্ষতি ১ বিলিয়ন ডলার
  • জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাস্তুচ্যুত হতে পারে— ১ কোটি ৩০ লাখ মানুষ ।
4.9/5 - (14 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x