২০২৩ সালের বিভিন্ন চাকরী পরীক্ষাতে আসা ৬০টি প্রশ্ন ও উত্তর
২০২৩ সালের বিভিন্ন চাকরী পরীক্ষাতে আসা ৬০টি প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
২০২৩ সালের বিভিন্ন চাকরী পরীক্ষাতে আসা ৬০টি প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ‘মজলুম’ শব্দের অর্থ কি?
উত্তর : অত্যাচারিত।
প্রশ্ন : প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়েকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
উত্তর : ২টি।
প্রশ্ন : What is the plural form of LIFE ?
উত্তর : Lives .
প্রশ্ন : The Tempest’ is written by-
উত্তর : William Shakespeare
প্রশ্ন : ‘সনেট’ এ কয়টি চরণ থাকে?
উত্তর : ১৪ ।
প্রশ্ন : ‘সমুদ্রে মাছ আছে’-এখানে ‘সমুদ্রে’ কোন কারক?
উত্তর : অধিকরণ কারক ।
প্রশ্ন : ‘ফিরিঙ্গি’ কাদের বলা হয়?
উত্তর : পর্তুগিজদের ।
প্রশ্ন : ‘বনফুল’-কার ছদ্মনাম?
উত্তর : বলাইচাঁদ মুখোপাধ্যায় ।
প্রশ্ন : কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
উত্তর : (ভূমি × উচ্চতা)।
প্রশ্ন : মহাকবি আলাওল কোন যুগের কবি?
উত্তর : মধ্যযুগ ।
প্রশ্ন : ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
উত্তর : ক্ষতি ৫০% ।
প্রশ্ন : ‘দান করার ইচ্ছা’ এককথায় প্রকাশ করুন–
উত্তর : দিৎসা ।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : ১১।
প্রশ্ন : বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
উত্তর : ৪ গুণ।
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
উত্তর : ৪টি।
প্রশ্ন : ‘White elephant’ means:
উত্তর : Very costly
প্রশ্ন : ‘একাত্তরের দিনগুলি’ কার লেখা?
উত্তর : জাহানারা ইমাম ।
প্রশ্ন : The synonym of ‘Dormant’ is
উত্তর : inactive
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত ?
উত্তর : ১৮৬১
প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার লেখা?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রশ্ন : Neither Noor nor Nuri…. qualified for the post.
উত্তর : is
প্রশ্ন : ১ হেক্টর = কত একর?
উত্তর : ২.৪৭।
প্রশ্ন : কোনটি দ্বন্দ্ব সমাস?
উত্তর : দম্পতি।
প্রশ্ন : বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী যে গ্যাস-
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড।
প্রশ্ন : মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
উত্তর : মেহেরপুর।
প্রশ্ন : নিম্নের কোন সংখ্যাটি মৌলিক নয়?
উত্তর : ১।
প্রশ্ন : কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তর : ইতি ।
প্রশ্ন : চলিত শব্দ কোনটি?
উত্তর : বলবেন।
প্রশ্ন : নবায়নযোগ্য শক্তি কোনটি?
উত্তর : সমুদ্রের ঢেউ।
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
উত্তর : রাষ্ট্রপতি ।
প্রশ্ন : ‘গোধূলি’ এর ইংরেজি শব্দ কোনটি
উত্তর : Twilight
প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর : ১৩৬ ৷
প্রশ্ন : লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
উত্তর : কবিরাজ ।
প্রশ্ন : ‘আবোল-তাবোল’ কার লেখা?
উত্তর : সুকুমার রায় ।
প্রশ্ন : ‘War and Peace’ বইটি কার লেখা?
উত্তর : Leo Tolstoy |
প্রশ্ন : ‘পাণিনি’ ছিলেন?
উত্তর : ব্যাকরণবিদ ।
প্রশ্ন : ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
উত্তর : অগভীর সতর্ক নিদ্রা ।
প্রশ্ন : The word Lunar’ is related to
উত্তর : Moon
প্রশ্ন : Which of the following is feminine gender ?
উত্তর : mare।
প্রশ্ন : ‘সে ভাত খায়নি – translate into English-
উত্তর : He has not eaten rice
প্রশ্ন : প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন কোনটি?
উত্তর : চর্যাপদ ।
প্রশ্ন : What is the past form of ‘EAT’
উত্তর : Ate
প্রশ্ন : Like her brother she is also….. heiress.
উত্তর : an।
প্রশ্ন : Parts of speech কয় প্রকার
উত্তর : ৮।
প্রশ্ন : একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
উত্তর : ৩০° ।
প্রশ্ন : ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : স্থাবর
প্রশ্ন : Who wrote the first English dictionary ?
উত্তর : Samuel Johnson
প্রশ্ন : No sooner had he left than I
উত্তর : came ।
প্রশ্ন : কোন দুটি অঘোষ ধ্বনি?
উত্তর : চ, ছ ।
প্রশ্ন : বাংলা ভাষার স্বরবর্ণ কতটি?
উত্তর : ১১
প্রশ্ন : ‘গোঁফ খেজুরে’-বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়?
উত্তর : নিতান্ত অলস ।
প্রশ্ন : ‘সোনার তরী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।
প্রশ্ন : ‘মেঘ’ শব্দের বহুবচন কী?
উত্তর : মেঘমালা ।
প্রশ্ন : ‘চশমা’ কোন ভাষার শব্দ?
উত্তর : ফারসি
প্রশ্ন : আমি জ্বর জ্বর বোধ করছি-এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা কী অর্থ বোঝানো হয়েছে?
উত্তর : সামান্যতা ।
প্রশ্ন : ‘কাঙাল’ শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?
উত্তর : কাঙালিনী ।
প্রশ্ন : নিচের কোনটি সঠিক বানান?
উত্তর : বিশেষণ।
প্রশ্ন : ‘অজস্র ধানের শীষে এ পবিত্র বাংলার অঙ্গনে’-চরণটি কোন কবিতার অন্তর্গত?
উত্তর : ধানের কবিতা ।
প্রশ্ন : কোনটি নিত্য সমাস?
উত্তর : গ্রামান্তর ।
প্রশ্ন : ‘দুর্লভ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : দুঃ + লভ