সংখ্যাতত্ত্বে সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানের পরিধি ব্যাপক। এ ব্যাপকতার মধ্যে জানার জন্য প্রয়োগ করতে হয় নানা ধরনের টেকনিক। তেমনি এক টেকনিক হলো সংখ্যাতত্ত্বে সাধারণ জ্ঞান ।

  • ভারত ও মিয়ানমারের সাথে সীমান্তবর্তী একমাত্র জেলা-রাঙ্গামাটি
  • বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী।
  • একমাত্র দ্বীপ জেলা ভোলা ।

  • মাতৃতান্ত্ৰিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী— গারো ও খাসিয়া।
  • বিজয় লাভের পূর্বে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশ— ভুটান ও ভারত।
  • বাংলাদেশের সংবিধান রচনার ভাষা- বাংলা ও ইংরেজি।
  • সুপ্রীম কোর্টের বিভাগ— আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
  • বাংলাদেশের শেয়ার বাজার— ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
  • সীমান্তবর্তী দেশ— ভারত ও মিয়ানমার ।
  • দেশের সাবমেরিন ক্যাবল— SEA- ME-WE-4351
  • বাংলাদেশের সাথে দুটি দেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে— গ্রানাডা | (১৩৭তম), গিনি বিসাউ (১৩৮তম)।
  • বাংলাদেশের সীমান্তবর্তী দুটি জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই— বান্দরবান ও কক্সবাজার ।

  • প্রাকৃতিক সুন্দরবন রয়েছে তিন জেলায় সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট।
  • পদ্মা সেতুকে স্পর্শ করা জেলা- মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর।
  • সরকারি নোট- ১, ২ ও ৫ টাকা।
  • মেয়েদের জন্য সংরক্ষিত ক্যাডেট কলেজ।
  • আন্তর্জাতিক বিমানবন্দর – ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
  • সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা ও পায়রা।
  • সিলেট জেলার স্থলবন্দর- তামাবিল, শেওলা ও ভোলাগঞ্জ
  • বাংলাদেশে ধানের শ্রেণিভেদ— আউশ, আমন ও বোরো
  • পার্বত্য জেলা- রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
  • মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা- রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার ।
  • তিন জেলায় সংসদীয় আসন সংখ্যা একটি করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ।
  • বাংলাদেশে UNESCO ঘোষিত বিশ্ব ঐতিহ্য।
  • ছয় দফায় অর্থনৈতিক বিষয়ক দফার সংখ্যা।

8

  • দেশের একমাত্র উপজেলা হিসেবে চরফ্যাশন (ভোলা) উপজেলায় থানার সংখ্যা।
  • সরকারি টেলিভিশন ।
  • UNESCO ঘোষিত নির্বস্তুক বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য।
  • অর্থ মন্ত্রণালয়ের বিভাগ
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূলনীতি-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ।
  • বাংলাদেশে উপগ্রহ ভূ-কেন্দ্ৰ
  • রাষ্ট্রীয় মনোগ্রামে তারকা সংখ্যা ।
  • দেশের মোবাইল অপারেটর সংখ্যা।

  • বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের রাজ্য মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম ।
  • সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়।
  • কয়লা খনি।
  • সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
  • সরকারি মেরিন একাডেমি, চট্টগ্রাম, ররিশাল, সিলেট, পাবনা ও রংপুর।
  • বর্তমানে দেশে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (WASA) ।

  • ইলিশের অভয়াশ্রম।
  • নগর উন্নয়ন কর্তৃপক্ষ

  • ব্যাংক নোট- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা ।
  • সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়।
  • বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের আঞ্চলিক কেন্দ্ৰ ৷
  • বাংলাদেশের সংবিধানের তফসিল।

  • সরকারি EPZ
  • বাংলাদেশে মেট্রোপলিটন নগরী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, গাজীপুর ও রংপুর দেশের মোট বিভাগ।
  • বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ ।

  • বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা— মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা, মালদহ, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর।
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

১০

  • মোট EPZ
  • মোট নোট
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ
  • শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা
  • প্রধান কার্যালয় ব্যতিত বাংলাদেশ ব্যাংকের শাখা ।

১১

  • মুক্তিযুদ্ধে সেক্টর।
  • মোট শিক্ষা বোর্ড।
  • সনদপ্রাপ্ত জিআই পণ্য
  • বাংলাদেশের সংবিধানের ভাগ।

১২

  • মোট ক্যাডেট কলেজ।
  • সিটি কর্পোরেশন।

১৩

  • সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
  • ঢাকা বিভাগের জেলার সংখ্যা ।
  • দেশের কেন্দ্রীয় কারাগার।
  • সরকার ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)

১৫

  • রাষ্ট্রায়ত্ত চিনিকল।

১৬

  • পাকিস্তান সৃষ্টির পূর্বে পূর্ব বাংলার জেলা ।

১৭

  • বাংলাদেশ সংবিধানের মোট সংশোধনী ।
  • কুমিল্লা জেলার উপজেলা সংখ্যা । উল্লেখ্য, দেশের ৬৪ জেলার মধ্যে কুমিল্লাতেই সর্বাধিক উপজেলা রয়েছে।
  • পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলার জেলার সংখ্যা ।

১৯

  • উপকূলীয় জেলা।
  • স্বাধীনতার পূর্বে বাংলাদেশের বৃহত্তর জেলার সংখ্যা।

২০

  • ঢাকা জেলায় সংসদীয় আসন সংখ্যা।

২১

  • প্রত্নতাত্ত্বিক জাদুঘর।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট উড়োজাহাজ
  • রেলপথ নেই এমন জেলা

২২

  • তেল-গ্যাস অনুসন্ধানের জন্য স্থলভাগে অবস্থিত মোট ব্লক।

২৪

  • দেশের মোট স্থলবন্দর।

২৫

  • দেশের মোট বন্যপ্রাণী অভয়ারণ্যের সংখ্যা।

২৬

  • তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরে অবস্থিত মোট ব্লক।
  • বিসিএস ক্যাডার সংখ্যা ।

২৯

  • দেশের মোট গ্যাসক্ষেত্র।
  • রাষ্ট্রীয় বা সরকারি বনভূমি নেই এমন জেলা

৩০

  • বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা।
  • বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা।

৩৫

  • সরকারি বনভূমি রয়েছে এমন জেলা।

৩৬

  • ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান।

৩৭

  • সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ।

৪১

  • পদ্মা সেতুর স্প্যান সংখ্যা ।
  • নিবন্ধিত রাজনৈতিক দল ।
  • দেশের মন্ত্রণালয় সংখ্যা (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ।

৪২

  • পদ্মা সেতুর পিলার সংখ্যা ।

৪৩

  • মোট নদীবন্দর।
  • দেশিয় মালিকানায় বেসরকারি তফসিলি ব্যাংক।
  • রেলপথ রয়েছে এমন জেলা ।

৪৮

  • তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্লক।

৫০

  • দেশের মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  • জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন।
  • ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) থানা

৫২

  • মোট বেসরকারি তফসিলি ব্যাংক।

৫৪

  • মোট সরকারি বিশ্ববিদ্যালয়।

৫৫

  • দেশের জেলা কারাগার।

৬০

  • বিশ্বে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

৬১

  • দেশে মোট তফসিলভুক্ত ব্যাংক।

৬৪

  • বাংলাদেশের মোট জেলা
  • মুক্তিযুদ্ধের সাব-সেক্টর ।

৬৬

  • মোট ব্যাংক (কেন্দ্রীয় ব্যাংক ব্যতিত)

৬৭

  • সরকারি PTI

৬৮

  • দেশে মোট কারাগার।

৮০

  • পল্লী বিদ্যুৎ সমিতি
  • বিসিক শিল্পনগরী।

৮১

  • বিশ্বে বাংলাদেশের মোট মিশন
  • মোট বীমা কোম্পানির সংখ্যা ।

১১২

  • বেসরকারি বিশ্ববিদ্যালয়।

১৬৭

  • নিবন্ধিত চা বাগান ৷

৩৩০

  • দেশের মোট পৌরসভা।

৩৫০

  • জাতীয় সংসদের মোট আসন।

৪৯৫

  • বাংলাদেশের উপজেলা।

বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নাবলি

  • বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা — ৫০টি। [৪৪তম]
  • জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?— ৪টি। [৪৪তম
  • ৬ দফার ক’টি দফা অর্থনীতিবিষয়ক ছিল?— ৩টি। [৪৩তম]
  • বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি? ৫টি। (৪১তম
  • বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? – ৭টি। /৩৯তম
  • বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়।— ১৯টি। [৩৮তম
  • মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে?— ৩টি। [৩৮তম]
  • বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা— ৮টি। (৩৭তম]
  • বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা – ২৬টি। (৩৭তম)
  • বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?— ১৭টি। (৩৩তম]
  • বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? – ৫৪টি। (২৯তম)
  • পাবর্ত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? — ৩টি। [২৯তম]
  • মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশটি কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?— ১১টি । /২৯তম]
  • ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? – ৩০টি। /২৬তম

Similar Posts