সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : লেন্সের ক্ষমতার একক কোনটি?
উত্তর : ডায়প্টার।
প্রশ্ন : কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে?
উত্তর : লিম্ফোসাইট।
প্রশ্ন : ড্রাইসেলের অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
উত্তর : Zn.
প্রশ্ন : মানব শরীরে ভিটামিন বি-১২-এর ঘাটতি হলে কি হয়?
উত্তর : রক্তশূন্যতা।
প্রশ্ন : লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটি?
উত্তর : টায়ালিন।
প্রশ্ন : এইডস কী কারণে হয়?
উত্তর : ভাইরাস ।
প্রশ্ন : একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?
উত্তর : 120/80mmHg.
প্রশ্ন : তাড়িতচৌম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়?
উত্তর : ফোটন ।
প্রশ্ন : কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে?
উত্তর : ভিটামিন কে।
প্রশ্ন : অসংরক্ষণশীল বল কোনটি?
উত্তর : ঘর্ষণ বল ।
প্রশ্ন : রোগ সৃষ্টিকারী অণুজীবকে বলা
উত্তর : প্যাথোজেন ।
প্রশ্ন : রঞ্জন রশ্মি কে আবিষ্কার করেন?
উত্তর : উইলহেম রন্টজেন ।
প্রশ্ন : ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে?
উত্তর : ৪৬% ।
প্রশ্ন : টিউমার সংক্রান্ত চর্চাকে বলে
উত্তর : অনকোলজি ।
প্রশ্ন : বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ সম্পর্কে অধ্যয়ন করা হয়
উত্তর : এন্টোমলজি (Entomology)..
প্রশ্ন : লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়?
উত্তর : কাণ্ড ।
প্রশ্ন : স্মায়ু বিকাশ জনিত সমস্যার একটি বিস্তৃত রূপকে বলা হয়
উত্তর : অটিজম ।
প্রশ্ন : ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তর : লিউয়েন হুক ।
প্রশ্ন : ক্রেসকোগ্রাফ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তর : জগদীশ চন্দ্র বসু ।
প্রশ্ন : টেলিফোন আবিষ্কার করেন কে?
উত্তর : আলেকজান্ডার গ্রাহাম বেল ।
প্রশ্ন : প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
উত্তর : নিউরন
প্রশ্ন : খাদ্যলবণের রাসায়নিক সংকেত কী?
উত্তর : NaCl.
প্রশ্ন : সিরামিক শিল্পে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত
উত্তর : চুনাপাথর।
প্রশ্ন : ‘আলোকবর্ষ’ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
উত্তর : দূরত্ব
প্রশ্ন : এক গ্রাম স্নেহপদার্থ থেকে আনুমানিক কী পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়?
উত্তর : ৯.৩ কিলোক্যালরি ।
প্রশ্ন : কোনটি ইথানল-এর অপর নাম?
উত্তর : ইথাইল অ্যালকোহল ।
প্রশ্ন : ভিনেগারে কোন এসিডটি উপস্থিত থাকে?
উত্তর : এসিটিক এসিড।
প্রশ্ন : ডেঙ্গুজ্বর হলে রক্তের কোন উপাদানটি সাধারণত কমে যায়?
উত্তর : অণুচক্রিকা।
প্রশ্ন : সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে?
উত্তর : ১০ ।
প্রশ্ন : পাকস্থলি প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক এসিড (HCl) নিঃসরণ করে?
উত্তর : প্যারাইটাল কোষ ৷
প্রশ্ন : আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স মানবদেহের কোন অঙ্গে থাকে?
উত্তর : অগ্ন্যাশয়।
প্রশ্ন : মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেছেন?
উত্তর : উইলিয়াম হার্ভে ।
প্রশ্ন : দুটি বস্তুর ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া?
উত্তর : অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ।
প্রশ্ন : বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি?
উত্তর : কার্বন ডাই অক্সাইড ।
প্রশ্ন : ডিনামাইট তৈরিতে কোন যৌগটি ব্যবহৃত হয়?
উত্তর : নাইট্রোগ্লিসারিন।
প্রশ্ন : কোন রংয়ের আলোর বেগ সবচেয়ে কম?
উত্তর : বেগুনি ।