Honors And Degree Suggestion

ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৩- ডিগ্রী পাস ২০২১| Degree 2nd Year Political science Suggestion 2023

1 min read

ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৩ | Degree 2nd Year Political science Suggestion 2023

ডিগ্রি ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র ফাইনাল সাজেশন নিচে দেওয়া হলো:-

ক-বিভাগ (যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও) অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি।

১. Natus শব্দটির অর্থ কি?
উত্তর:- জন্ম বা বংশ। (১০০%)
২. জাতীয়তা কাকে বলে?
উত্তর:- কোনো জনসমষ্টি নিজস্ব ইচ্ছা অনুযায়ী জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি ও আগ্রহকে জাতীয়তা বলে। (১০০%)
৩। জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। উক্তিটি কার?
উত্তর:- অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কির।
৪. বঙ্গভঙ্গ কত সালে সংঘটিত হয় এবং রদ করা হয়? উত্তর:- ১৯০৫ সালে রদ করা হয় ১৯১১ সালে। (১০০%)
৫. বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত? উত্তর:- বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে। (৯৯%)
৬. পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন?
উত্তর:-ব্যামফিল্ড মুলার। (১০০%)
৭। কবে, কেন মুসলিম লীগ গঠিত হয়?
উত্তর:- ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়। কারণ মুসলিম লীগ ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও অনগ্রসর মুসলিমদের অগ্রগতিকে সহায়তা করে। (১০০%)
৮. কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়?
উত্তর:- খিলাফত আন্দোলন ১৯১৮ এবং অসহযোগ আন্দোলন ১৯২০ সালের শুরু হয়।
৯। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর:- মোহাম্ম আলী জিন্নাহ। (১০০%)
১০. দ্বি-জাতি তত্ত্বের মূলকথা কি?
উত্তর:- ভারতবর্ষে দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন। (১০০%)
১১. অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- হোসেন শহীদ সোহরাওয়ার্দী। (৯৯%)
১২. কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিলো? উত্তর:- ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ দ্বারা ভাগ বিভক্ত হয়েছিল।
১৩. কত সালে ভারত আইন পাস হয়?
উত্তর:- ১৮ জুলাই ১৯৪৭ সালে। (100%)
১৪. কত তারিখে স্যার স্টাফোর্ড ক্রীপস ভারত বর্ষে আসেন?
উত্তর:- ২৩ মার্চ ১৯৪২সালে। (৯৯%)
১৫. বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? উত্তর:-১৯২৩ সালে। (১০০%)
১৬, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কত টি আসন লাভ করে?
উত্তর:- ২২৩টি। (১০০%)
১৭. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে?
উত্তর:-১টি।
১৮. একুশ দফার প্রথম দফা কি ছিল?
উত্তর:- শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। (১০০%)
১৯. পাকিস্তান সৃষ্টির সর্বপ্রথম সংবিধান কোনটি?
উত্তর:- ১৯৫৬ সালের সংবিধান।
২০. প্রথম শহীদ মিনার পুলিশ ভেঙে দেয় কবে? উত্তর:-২৪ ফেব্রুয়ারি ১৯৫২ সাল। (১০০%)
২১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর:- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। । (১০০%)
২২. বর্তমান আসাদ গেটের পূর্বনাম কি ছিল। উত্তর:- আইয়ুব গেট। (১০০%)
২৩. ১৯৪০ সালে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- এ কে ফজলুল হক। (১০০%)
২৪. বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
উত্তর:- ২রা মার্চ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আস.স.ম আব্দুর রব প্রথম পতাকা উত্তোলন করেন। (১০০%)
২৫. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর তার ভাষণটি কোথায় দেন?
উত্তর:- সোহরাওয়ার্দী উদ্যানেন(তৎকালীন রেসকোর্স ময়দান)। (৯৯%)
২৬. ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উত্তর:- ২নং । (১০০%)
২৭. কত সালে পাকিস্তানের প্রথম সংবিদান প্রণয়ন করা হয়?
উত্তর:- ১৯৫৬ সালে।
২৮. বাংলাদেশের সংবিধান কোন তারিখে কার্যকর করা হয়?
উত্তর:- ১৯৭২ সালের ১৬ ই ডিসেম্বর। (১০০%)
২৯. পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন?
উত্তর:- মোহাম্মদ আলী জিন্নাহ। (৯৯%)
৩০. তমুদ্দিন মজলিস কে কত সালে প্রতিষ্ঠা করে?
উত্তর:- অধ্যাপক আবুল কােেশ ১৯৪৭ সালের ২ রা ডিসেম্বও গঠন করে। (১০০%)
৩১. লাহোর প্রস্তাব কে উত্থাপিত করেন?
উত্তর:-এ কে ফজলুল হক। (১০০%)
৩২. কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর:- ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি। (১০০%)
৩৩. বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনয়ন করা হয়েছে?
উত্তর:- ১৭ বার। (১০০%)
৩৪. বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর:- ৩৫০ জন।
৩৫. কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুনা গঠন করা হয়।
উত্তর:- ২০১০ সালের ২৫ই মার্চ। (১০০%)
৩. আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি ছিলেন কত জন? উত্তর:- ৩৫ । (১০০%),
৩৭. মুজিবনগর সরকার গঠিত হয় কখন?
উত্তর:- ১০ এপ্রিল ১৯৭১ এবং শপথ নেয় ১৭ এপ্রিল ১৯৭১ সালে। (১০০%)
৩৮. শেখ মুজিবুর রহমান কত তারিখে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়?
উত্তর:- ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। (১০০%) ৩৯. বঙ্গবন্ধু কত সালে বাকশাল গঠন করেন?
উত্তর:- ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি
৪০. পল্লী বিদ্যুতায়ন বোর্ড কে গঠন করে?
উত্তর:- শেখ মুজিবুর রহমান।
৪১. LFO এর পূর্ণরূপ কি?
উত্তর:- Legal Framework Order । ( ১০০% )
৪২. বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত সালে গঠিত হয়?
উত্তর:- ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। (১০০%)
৪৩. থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেয় কে?
উত্তর:- এইচ.এম এরশাদ। (১০০%)
৪৪. বাংলাদেশ সংভিধান গণপারিষদে পাস হয় কবে? উত্তর:- ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর। (১০০%)

Degree 2nd Year Political science Suggestion 2023

খ বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বুঝ? উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (১০০%)
২. মুসলিম লগ গঠনের উদ্দেশ্য বা পটভূমি লিখ । উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে। (৯৯%)
৩. প্রাদেশিক স্বায়ত্ত্বশাসন বলতে কী বুঝ? প্রকৃতি ও কার্যকারিতা বর্ণনা কর। [উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে] (৯৯%)
৪. বস্তুভঙ্গ কেন রদ করা হয়েছিল? উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে) (১০০%)
৫. খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লেখ। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে
৬. মন্ত্রিমিশন পরিকল্পনা কি? উত্তর:- দেখুন বিগত ২০১৭ সালে (৯৯%)
৭. মৌলিক গণতন্ত্র কী? উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (১০০%)
৮. যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর উদ্যোগ বর্ণনা কর। (৯৯%)
৯. ১৯০৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য আলোচনা কর।
১০. ভাষা আন্দোলনের কারণগুলো কি ছিলো? উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (৯৯%)
১১. সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর ।[ উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে) (১০০%)
১২. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের তাৎপর্য আলোচনা কর। [উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে।
১৩. অপারেশন জ্যাকপট বলতে কী বুঝ? উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (৯৯%)
১৪. বেসামরিকীকরণ বলতে কী বুঝ? উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে) (১০০%)
১৫. মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখউিত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (১০০%)
১৬. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৭ সালে)
১৭. বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা লিখ।
১৮. বাকশালের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। (১০০%)
১৯. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ আলোচনা কর। (১০০%)
২০. বাংলাদেশেল সংবিধান কিভাবে সংশোধন করা হয়?
২১. সংবিধান কি? বাংলাদেশ গণ পরিষদ আদেশ কি? (৯৯%)
২২. আগরতলা ষড়যন্ত্র মামলা সম্বন্ধে যা জান লিখ।
২৩. ছয় দফা কর্মসূচি কী? এর গুরুত্ব লিখ।
২৪. ইনডেমনিটি অধ্যাদেশ কী? সামরিক শাসন কী?
২৫. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কি জান ।
২৬.১৯৫৬ সালের সংবিধানের ব্যর্থতার কারণ ও বৈশিষ্ট্য লিখ। (১০০%)
২৭. দ্বিজাতি তত্ত্বে কী বলা হয়েছে? জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বটি ব্যাখ্যা কর ।
২৮. লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি?

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ের সাজেশন

গ বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. বাংলাদেশের ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা কর।
উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (১০০%)
২. বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে।
৩. বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা সম্ভাবনা আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে
৪. বাংলাদেশের সংসদীয় সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা কর। উত্তর:- দেখুন বিগত
২০১৮ সালে) (১০০%)
৫. সংক্ষেপে ১৯৫৬ সালে সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। (৯৯%)
৬. ১৯৭১ সালের বাংলাদেশেল মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা কর। (১০০%)
৭. বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে জোটের ভূমিকা আলোচনা কর। (৯৯%)
৮. বাংলাদেশের অভ্যুদয় কোন আকস্মিক ঘটনা নয়; এটা ক্রমবিবর্তনের বহিঃপ্রকাশ-উক্তিটি ব্যাখ্যা কর।
৯. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে] (১০০%)
১০. বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের ছয় দফা কর্মসূচির গুরত্ব আলোচনা কর। [উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে।
১১. ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কারণগুলো বর্ণনা কর। (উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে
১২. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর।
[উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (১০০%)
১৩. ১৯০৬ সালের মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর।[উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে]
১৪. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।[উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে।
১৫. ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ। এর ব্যর্থতার কারণ আলোচনা করো?
[উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (৯৯%)
১৬. ছয়দফা কী? আইয়ুব খান কেন মৌলিক গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন? আলোচনা কর। (১০০%)
১৭. বাংলাদেশের অভ্যূদয়ের ভাষা আন্দোলনের অবদান আলোচনা কর। [উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে (৯৯%)
১৮. ক্রীপস মিশন প্রস্তাব কেন ভারতের রাজনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছিল? (১০০%)
১৯. তুমি কি মনে কর যে, ১৯৫৬ সালের সংবিদানের অধীনে পাকিস্তানে প্রবর্তিত সংসদীয় সরকার অকৃতকার্য হয়েছিল? যুক্তি সহ আলোচনা কর।
২০. ১৯৭২ সালের বাংলাদেশের সংবিদানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। (১০০%)
২১. বঙ্গভঙ্গ কী? বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বা তাৎপর্য আলোচনা কর। (১০০%)
২২. জিয়া সরকার ও এরশাদ সরকারের বেসামরিকীকরণ প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা কর।
২৩. উন্নয়নশীল দেশে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণসমূহ বিশ্লেষণ কর(৯৯%) ।

ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র নমুনা প্রশ্ন ও প্রশ্নব্যাংক

 

 

 

5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x