মেলডি বা স্বরমাধুর্য কাকে বলে?
মেলডি বা স্বরমাধুর্য কাকে বলে?
কতকগুলো শব্দ যদি একের পর এক ধ্বনিত হয়ে একটি সুমধুর সুরের সৃষ্টি করে তবে তাকে মেলডি বলে।
কতকগুলো শব্দ যদি একের পর এক ধ্বনিত হয়ে একটি সুমধুর সুরের সৃষ্টি করে তবে তাকে মেলডি বলে।
নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে বা দুটি সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর পাওয়া যায়। নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই।
ফ্যানের বাতাসে শরীরের ঘাম শুকালে আরাম লাগে কেন? ঘর্মাক্ত দেহ খুবই অস্বস্তিকর। শরীরের ঘাম শরীর থেকে বাষ্পীভবনের সুপ্ততাপ গ্রহণ করে বাষ্প হয়ে উড়ে যায়। ফ্যানের বাতাস সেই গরম বাষ্পকে দূরীভূত করে ফলে শরীর ঠাণ্ডা হয় এবং আরাম লাগে।
বাতাস একটি পদার্থ কেন? বাতাস একটি পদার্থ। কালণ, বাতাসের অস্তিত্ব আমরা সহজেই অনুভব করতে পারি। এছাড়াও বাতাসের ভর আছে, ওজন আছে এবং জায়গা দখল করে এজন্য বাতাসকে পদার্থ বলা হয়। তবে বাতাস একটি মিশ্র পদার্থ। বাতাসে বিভিন্ন উপাদান আছে। যেমন- অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, ধুলিকণা, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি।
আলোর সমবর্তন কি? যে প্রক্রিয়ায় কোনো আলোকের তড়িৎক্ষেত্র একটি নির্দিষ্ট দিকে বা এর সমান্তরাল বরাবর কম্পনক্ষম করা যায় তাকে সমবর্তন বলে।
কম্বলকে ঝুলিয়ে রেখে বেত দ্বারা আঘাত করলে ধুলোবালি ঝরে পড়ে কেন? কম্বলকে ঝুলিয়ে বেত দ্বারা আঘাত করলে কম্বলটি সরে যায় কিন্তু ধুলোবালিগুলো ভর ক্ষুদ্র বলে জড়তার কারণে ঐ স্থানেই থেকে যায়। ধুলোবালিগুলো ঝড়ে পড়ে।
কিভাবে ঘর্ষণ হ্রাস করা যায়? ঘর্ষণের মূল কারণ হলো অমসৃণ তল। যেকোনো একটির উঁচু উঁচু খাঁজ অপরটিতে আটকে গিয়ে ঘর্ষণের উৎপত্তি ঘটায়। এজন্য ঘর্ষণ হ্রাসের উদ্দেশ্যে তল যথাসম্ভব মসৃণ করা হয়। এ কাজে তেল, মবিল এবং গ্রীজসহ অন্যান্য পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করা হয়। এছাড়া অমসৃণ তলসমূহ যাতে দীর্ঘক্ষণ পরস্পরের সংস্পর্শে না থাকে সে উদ্দেশ্যে চাকা…