ক্যাম্পাস
1 min read

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সংখ্যা পেছনে ফেলেছে ৬১টি দেশের জনসংখ্যাকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সংখ্যা পেছনে ফেলেছে ৬১টি দেশের জনসংখ্যাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সংখ্যা পেছনে ফেলেছে ৬১টি দেশের জনসংখ্যাকে। বৃহস্পতিবার (৯ জুন) ভর্তি আবেদনের শেষ দিন ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৭৪ হাজার ৫৯১ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে।

বিশ্বব্যাপী জনসংখ্যার তথ্য বিশ্লেষণকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ২৩৫টি দেশের মধ্যে ৬১টি দেশের জনসংখ্যা ৫ লাখ ১৪ হাজারের কম। সেই দেশগুলোর মধ্যে রয়েছে মাল্টা, বাহামা, আইসল্যান্ড, বার্বাডোজ, সেন্ট লুসিয়া, গ্রানাডা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, গ্রিনল্যান্ড, সান মারিনোসহ আরও অনেক দেশ।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ৫ লাখ ১৪ হাজার ২৬২টি আবেদন পড়েছে। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি আবেদন গত ২২ মে বিকাল ৪টা থেকে শুরু হয়েছে। আগামী ৯ জুন রাত ১২.০০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

Rate this post