মুক্তিযুদ্ধ বিষয়ক ৪০টি প্রশ্নোত্তর!

০১) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ককে ছিলেন?

___বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

০২) মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেনকারা?

___ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

০৩) মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায়সংগঠিত হয়?

___ ১৯ মার্চ, ১৯৭১ গাজীপুরে।

আরো পড়ুন : এক নজরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

০৪) শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিমপাকিস্তানে নিয়ে যায় কখন?

___২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।

০৫) তাঁকে পাকিস্তানের কোন কারাগারে রাখা হয়?

___মিনওয়ালী কারাগারে।

০৬) বাংলাদেশ নামকরণ কে কত সালে করেন?

___শেখ মুজিবুর রহমান ৫ ডিসে. ১৯৬৯ সালে।

০৭) শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন ?

___ ৮ জানুয়ারী ১৯৭২সালে।

০৮) স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

___১০ জানুয়ারিতে।

০৯) প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করাহয়?

___ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

১০) প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?

___ ০২ মার্চ, ১৯৭১ সালে।

১১) বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?

উঃ আ স ম আব্দুর রব(২ মার্চ,১৯৭১)

১২) কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?

___ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

১৩) চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপাঠ করা হয় ?

___ ২৬ মার্চ, ১৯৭১।

১৪) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপনকরা হয়?

___ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ ১৯৭১।

১৫) বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিলকবে?

___১৭ এপ্রিল, ১৯৭১।

১৬) বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণকরেছিল?

___ ১৭ এপ্রিল, ১৯৭১।

১৭) বাংলাদেশের অস্থায়ী সরকার কবে গঠন করা হয়?

___১০ এপ্রিল,১৯৭১

১৮) বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কতছিল?

___ ৬ জন।

১৯) মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল?

___১২টি।

২০) এ দেশের মাটি চাই, মানুষ নয়-এ উক্তি কার?

___ জেনারেল ইয়াহিয়া খান।

২১) সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভাগঠিত হয়?

___১০ এপ্রিল, ১৯৭১।

২২) বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায়ছিল?

___মেহেরপুর জেলার মুজিবনগরে।

২৩) মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদানকরেন?

___ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

২৪) জেনারেল ওসমানী কবেবাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?

___১৮ এপ্রিল, ১৯৭১।

২৫) ১০ এপ্রিলে কতটি সেক্টরে ভাগ করা হয়?

____৪টি।

২৬) ১১ এপ্রিলে সমগ্র দেশ কতটি সেক্টরে ভাগ করা হয়?

____১১টি।

২৭) ১১টি সেক্টের কে ভাগ করেন?

____জেনারেল আতাউল গনি ওসমানী।

২৮) বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমানবাহিনীর প্রধান কে ছিলেন

___ক্যাপ্টেন এ কে খন্দকার।

২৯) প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতিআনুগত্য প্রকাশ করেন?

___এম হোসেন আলী।

৩০) মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?

___ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

৩১) কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?

___তাজউদ্দিন আহম্মেদ।

৩২) মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?

___ ক্যাপ্টেন এম.মনসুর আলী।

৩৩) মুজিনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?

___তাজউদ্দিন আহম্মেদ।

৩৪) মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

___ শেখ মুজিবর রহমান।

৩৫) মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

___সৈয়দ নজরুল ইসলাম।

৩৬) মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন?

___অধ্যাপক ইউসুফ আলী।

৩৭) সাইমন ড্রিং কে ছিলেন?

___ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনিসর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশকরেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালকছিলেন।

৩৮) মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনেবাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?

___১৮ এপ্রিল কলকতায়।

৩৯) কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিলনা?

___১০ নং সেক্টর।

৪০) বর্তমানে মুক্তিযুদ্ধে অবদান রাখতে গিয়েনির্যাতিত হয়েছেন এমন স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনানারী কতজন?

___২৩১ জন।

Similar Posts