মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন
১. চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানটির নাম কি?
উঃ অ্যাপোলো-১১।
২. চাঁদে কোন জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসেরওজনের কত ভাগ?
উঃ ৬ ভাগের ১ ভাগ।
৩. কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়?
উঃ মেরূ অঞ্চলে।
আরো পড়ুন : গুরুত্বপূর্ণ ১১৫ টি সংক্ষিপ্ত শব্দের পুর্নরূপ!
৪. পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি থেকে মূক্তি পেতে হলেরকেটের কত গতিবেগ প্রয়োজন?
উঃ ১১,২৬৩ কিঃমিঃ/সেকেন্ড।
৫. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়?
উঃ আবহাওয়া মন্ডলের আয়নোস্ফিয়ারে।
৬. ফটো-ইলেকট্রিক সেল দিয়ে কি হয়?
উঃ আলোককে বিদ্যুতে পরিণত করা হয়।
৭. চন্দ্রের ভর পৃথিবীর ভরের কতগুণ?
উঃ ১৮১ গুণ।
৮. একজন নভোচারী মঙ্গলগ্রহে পদার্পণ করলে তারওজন কি হবে?
উঃ কমবে।
৯. চন্দ্রে দিন ও রাত্রি পৃথিবীর দিন ত রাত্রির কতদিনের সমান?
উঃ ১৪ দিনের সমান।
১০. সৌরজগতে আবিষ্কৃত সর্বশেষ গ্রহেরনাম কি?
উঃ এক্স।
১১. পৃথিবীর ব্যাস প্রায় কতকিলোমিটার?
উঃ ১২৮৭২ কিলোমিটার।
১২. ভুপৃষ্ঠের গড় তাপ কত?
উঃ ৫৭ ফারেনহাইট।
১৩. পৃথিবীর পরিধি কত কিলোমিটার?
উঃ ৪০,২২৫ কিলোমিটার।
১৪.বিষুবরেখা হতে উত্তরে বা দক্ষিণে কোনস্থানের কৌণিক দূরত্বকে সে স্থানেরকি বালা হয়?
উঃ অক্ষাংশ।
১৫. মূল মধ্যরেখারপূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে সে স্থানের কি বলা হয়?
উঃ দ্রাঘিমাংশ।
১৬. বিষুবরেখা হতে ২৩ উত্তর অক্ষাংশের ওপর দিয়ে পূর্বপশ্চিমে চলে যাওয়া কল্পিত রেখাকে কি বলা হয়?
উঃ কর্কট ক্রান্তি।
১৭. বিষুবরেখা হতে ২৩ দক্ষিণ অক্ষাংশের ওপর দিয়েপূর্ব পশ্চিমে চলে যাওয়া কল্পিত রেখাকে কি বলা হয়?
উঃ মকর ক্রান্তি।
১৮. মধ্যাহ্ন সুর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কি?
উঃ সেক্সট্যান্ট।
১৯. পৃথিবী কোন দিক থেকে কোন দিক ঘুরছে?
উঃ পশ্চিম থেকে পূর্বে।
২০. সমুদ্রে দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্রেরনাম কি?
উঃ ক্রোনোমিটার।
২১. প্রতি দ্রঘিমার সময়ের দুরত্ব কত?
উঃ ৪ মিনিট।
২২. যে স্থানে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান-মন্দিরঅবস্থিত এবং যার ওপর দিয়ে মূল মধ্যরেখা অতিক্রমকরেছে সে স্থানের নাম কি?
উঃ গ্রীনিচ।
২৩. গ্রীনিচ কি?
উঃ লন্ডনের উপকন্ঠে অবস্থিত শহ