১০০ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন!

১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায়স্থাপিত হয়েছিল?

উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।

২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তর : ১৯৩৯ সালে

৩। ATM-এর জনক কে?উত্তর : জন শেফার্ড ব্যারন।

৪। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেলপায়?

উত্তর : ১৯৮৮ সালে

৫। সুমাত্রা দ্বীপ কোথায়?

উত্তর : ভারত মহাসাগরে

৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ—

উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)

৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেচরমপত্র পাঠ করতেন কে?

উত্তর : এম আর আখতার মুকুল

৮। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনারকে?

উত্তর : শিল্পী কামরুল হাসান।

৯। দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?

উত্তর : ২০১১ সালে

১০। জাপানের বৃহত্তম দ্বীপ

উত্তর : হনসু

১১। ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : পল জুলিয়াস রয়টার

১২। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী—

উত্তর : বন্দর সেরি বেগাওয়ান

১৩। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর : ১৯৪৫ সালে

১৪। বাংলাদেশের সাংবিধানিক নাম—

উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

১৫। নিশীথ সূর্যের দেশ হলো—

উত্তর : নরওয়ে

১৬। কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়?

উত্তর : ১৯৪৮ সালে

১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন—

উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।

১৮। চির শান্তির শহর—

উত্তর : রোম

১৯। এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?

উত্তর : ২০১৫ সালে

২০। হিসাববিজ্ঞানের জনক কে?

উত্তর : লুকা প্যাসিওলি

২১। ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?

উত্তর : ১১৭৬ সালে

২২। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?

উত্তর : সাজেক ভ্যালিকে।

২৩। সুয়েজ খাল জাতীয়করণ হয়—

উত্তর : ১৯৫৬ সালে

২৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিওভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর : ইতালির নাগরিক।

২৫। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়?

উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে

২৬। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?

উত্তর : ১৯৪১ সালে

২৭। WWW মানে কী?

উত্তর : World Wide Web

২৮। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানিবলা হয়?

উত্তর : খাগড়াছড়ি

২৯। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?

উত্তর : ১৯৬৯ সালে

৩০। মালদ্বীপের দাপ্তরিক ভাষা কী?

উত্তর : ধিবেহি

৩১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানেমোট কতটি তফসিল আছে?

উত্তর : সাতটি

৩২। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটিররচয়িতা কে?

উত্তর : অ্যালেন গিনসবার্গ

৩৩। সাঙ্গু ভ্যালি কোথায়?

উত্তর : চট্টগ্রামে

৩৪। মাইনমুখী ভ্যালি কোন জেলায়?

উত্তর : রাঙামাটি জেলায়

৩৫। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা—

উত্তর : ভেঙ্গি ভ্যালি

৩৬। জাফনা দ্বীপ কোথায়?

উত্তর : শ্রীলঙ্কা

৩৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী—

উত্তর : জর্জ হ্যারিসন।

৩৮। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোনজেলাকে?

উত্তর : বান্দরবান

৩৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘেরমহাসচিব কে ছিলেন?

উত্তর : উ থান্ট।

৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকারপ্রেসিডেন্ট ছিলেন—

উত্তর : রিচার্ড নিক্সন

৪১। বাংলাদেশের ফুসফুস বলা হয়—

উত্তর : সুন্দরবনকে

৪২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতেরপ্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : ইন্দিরা গান্ধী।

৪৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?

উত্তর : ২১ নভেম্বর।

৪৪। হোক্কাইডো দ্বীপটি কোথায়?

উত্তর : জাপানে

৪৫। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরেঅবস্থিত?

উত্তর: প্রশান্ত মহাসাগরে।

৪৬। আবু মুসা দ্বীপ কোন সাগরে?

উত্তর : পারস্য উপসাগরে

৪৭। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনেসবচেয়ে বড়?

উত্তর : মাদাগাস্কার

৪৮। ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন—

উত্তর : জাপান

৪৯। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?

উত্তর : ১৯৮২ সালে

৫০। আগুনের দ্বীপ হলো—

উত্তর : আইসল্যান্ড

৫১। ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?

উত্তর : কানাডা

৫২। ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোনদেশকে?

উত্তর : রোম

৫৩। পৃথিবীর ছাদ হলো—

উত্তর : পামির মালভূমি

৫৪। শিকাগো শহরকে বলা হয়—

উত্তর : বাতাসের শহর

৫৫। কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?

উত্তর : সিডনি

৫৬। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারীহলেন—

উত্তর : নিশাত মজুমদার

৫৭। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো

উত্তর : গঙ্গোত্রী হিমবাহ

৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে

উত্তর : ১৯২১ সালে

৫৯। BRICS-এর সদস্যগুলো হলো—

উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণআফ্রিকা

৬০। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীমারা যান কত সালে?

উত্তর : ২০১৬ সালে

৬১। সর্বাধিক ভাষার দেশ কোনটি?

উত্তর : পাপুয়া নিউগিনি

৬২। ভাটির দেশ নামে পরিচিত

উত্তর : বাংলাদেশ

৬৩। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোনআগ্নেয়গিরিকে?

উত্তর : স্ট্রম্বোলি

৬৪। গুগলের প্রতিষ্ঠাতা—

উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

৬৫। মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালেফেসবুক প্রতিষ্ঠা করেন?

উত্তর : ২০০৪ সালে

৬৬। টুইটারের যাত্রা শুরু হয়—

উত্তর : ২০০৬ সালে

৬৭। মার্কেটিংয়ের জনক কে?

উত্তর : ফিলিপ কটলার

৬৮। এনাটমির জনক—

উত্তর : আঁদ্রে ভেসালিয়াস

৬৯। ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর : যুক্তরাজ্য

৭০। আধুনিক শিক্ষার জনক—

উত্তর : সক্রেটিস

৭১। আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তর : বিল মেগারিজ।

৭২। নিষিদ্ধ শহর বলা হয়—

উত্তর : তিব্বতকে

৭৩। মুক্তার দেশ—

উত্তর : কিউবা

৭৪। ইন্টারনেটের জনক কে?

উত্তর : ভিনটন জি কার্ফ।

৭৫। WWW-এর জনক কে?

উত্তর : টিম বার্নাস লি ।

৭৬। ই-মেইলের জনক কে?

উত্তর : রে টমলিনসন।

৭৭। ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?

উত্তর : মৌলভীবাজার জেলায়

৭৮। হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর : খাগড়াছড়ি।

৭৯। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর : কক্সবাজার

৮০। বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?

উত্তর : মালভূমি

৮১। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?

উত্তর : পঞ্চগড়কে

৮২। আধুনিক ফিন্যান্সের জনক কে?

উত্তর : ড. ইউগেন ফামা।

৮৩। বাংলাদেশের আমাজান বলা হয়—

উত্তর : সিলেটের রাতারগুল বনকে

৮৪। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?

উত্তর : তুলা গাছকে

৮৫। সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোনজেলাকে?

উত্তর : রাঙামাটিকে

৮৬। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশেরকোন জেলা?

উত্তর : নারায়ণগঞ্জ

৮৭। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়—

উত্তর : চট্টগ্রামকে

৮৮। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশেরকোন জেলাকে?

উত্তর : সিলেট

৮৯। ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?

উত্তর : চট্টগ্রাম

৯০। সার্চ ইঞ্জিনের জনক কে?

উত্তর : অ্যালান এমটাজ।

৯১। ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনকোনটি?

উত্তর : ডট কম।

৯২। বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?

উত্তর : কক্সবাজার

৯৩। গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?

উত্তর : সীতাকুণ্ড

৯৪। বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবেপরিচিত কোন জেলা?

উত্তর : বরিশাল

৯৫। বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়—

উত্তর : ভোলা জেলাকে

৯৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চআইন কী?

উত্তর : সংবিধান

৯৭। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?

উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।

৯৮। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়)আছে?

উত্তর : ১১টি।

৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটিঅনুচ্ছেদ আছে?

উত্তর : ১৫৩টি।

১০০। প্রকৃতির কন্যা বলা হয়—

উত্তর : সিলেটের জাফলংকে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *