তথ্য প্রযুক্তি

লেজার কি? লেজার রশ্মির বৈশিষ্ট্য ও ব্যবহার

1 min read

লেজার কি

লেজার এমন একটি ডিভাইস যা একটি অপটিক্যাল পরিবর্ধন প্রক্রিয়ার মাধ্যমে সুসঙ্গত আলোর কিরণ নির্গত করে। গ্যাস লেজার, ফাইবার লেজার, সলিড-স্টেট লেজার, ডাই লেজার, ডায়োড লেজার এবং এক্সাইমার লেজার সহ অনেক ধরণের লেজার রয়েছে।
LASER এর পূর্ণরূপ– Light Amplification by Stimulated Emission of Radiation।থিওডোর মাইম্যান ১৯৬০ সালে হিউজ রিসার্চ ল্যাবে প্রথম কার্যকরী লেজার আবিষ্কার করেন।

লেজার রশ্মির বৈশিষ্ট্য

LASER রশ্মির বৈশিষ্ট্য নিম্নরূপ দেওয়া হল।
এ রশ্মি একীর্ণ হয়।
এ রশ্মির দশা সুসংগত।
এ রশ্মি তীব্রতা খুব বেশি।
এ রশ্মি প্রায় নিখুঁতভাৰে সমান্তরাল হয়।
পানি দ্বারা লেজার রশ্মি শোষিত হয় না।

লেজার রশ্মির ব্যবহার

  • নিখুঁত জরিপ কাজে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
  • লেজার রশ্মির সাহায্যে পৃথিবী এবং চাদের দূরত্ব সঠিকভাবে নির্ণয় সম্ভব হয়েছে।
  • অতি সূক্ষ্ম ঝালাইয়ের কাজে এবং কঠিন বস্তুতে সুক্ষ্ম ছিদ্র করার কাজে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
  • টেলিভিশনে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • বর্ণালী মাপন যন্ত্রে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • শল্য চিকিত্সকরা চক্ষু ও চিকিৎসার কাজে লেজার রশ্মি ব্যবহার করেন ।
  • জীবকোষ ও ক্রোমােজমের ওপর কোন সূক্ষ্ম গবেষণামূলক কাজে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • রকেট এবং কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রণে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • লাইব্রেরীতে বই-এর বার কোড পাঠ এবং এবং দোকানে জিনিসপত্রের মূল্যের বার কোড
  • পাঠের কাজে লেজার রশ্মি ব্যবহৃত হয় ।
  • লেজার রশ্মি পানি কর্তৃক শােষিত হয় না। তাই পানির নিচে যােগাযােগ রক্ষার কাজে
  • লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • ভিডিও ডিস্কসহ অন্যান্য ডিস্ক তৈরি ও পাঠের কাজে লেজার রশ্মি
  • ব্যবহার করা হয়।
  • দুরবীক্ষণ যন্ত্রে লেজার যন্ত্র ব্যবহার করে চাঁদে আলােক রশ্মি প্রেরণ করা যেতে
  • পারে। ঐতিহাসিক এ্যাপেলা-১১, চাদে অবতরণের সময় Kape Kennedy space
  • স্টেশন থেকে এই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছিল।
5/5 - (15 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x