ক্যাম্পাস
1 min read

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সড়কে ইডেন কলেজের ছাত্রীরা

ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া বিভাগের প্রধান নবীন কুমার জিন্দালের বির্তকিত মন্তব্যের প্রতিবাদে মানবন্ধন ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়েছে রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে ইডেন কলেজ গেইটের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মিছিলে ‘বিশ্বনবীর অপমান সইবে নাকো মুসলমান’, ‘ভারতীয় পণ্য, বয়কট’, ‘নূপুর শর্মার বিচার চাই’-সহ শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মুসলমানদের প্রাণের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)। প্রিয় রাসূর ও তার স্ত্রীকে নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে তারা তাদের নিচু মানসিকতার পরিচয় দিয়েছে। হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার বিচারের দাবি করছি।

ইডেন কলেজ শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ (সা.)-কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে দুই নেতার বির্তকিত মন্তব্যের প্রতিবাদ জানাতে হবে।

Rate this post