৮০ ফুট গভীরে আটকে ১১ বছরের কিশোর, ২২ ঘণ্টা ধরে চলছে উদ্ধারের চেষ্টা

Mithu Khan
1 Min Read

প্রায় ২২ ঘণ্টা ধরে চলছে উদ্ধার অভিযান। খেলতে খেলতে গভীর গর্তে পড়ে যাওয়া ১১ বছরের রাহুল শাহুকে উদ্ধারের জন্য। ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র জওয়ান ও আধিকারিকদের পাশাপাশি ছত্তীসগঢ় পুলিশ এবং সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীও অক্লান্ত ভাবে চালিয়ে যাচ্ছে কাজ। সুত্র: আনন্দবাজার।

শুক্রবার বিকেল ৪টা নাগাদ জঞ্জগীর-চম্পা জেলার মালখরোদা ব্লকের পিরহিদ গ্রামের ওই কিশোর গভীর নলকূপের জন্য খোঁড়া প্রায় ৮০ ফুট গভীর গর্তে পড়ে গিয়েছিল। প্রথমে জেলা পুলিশ এবং ছত্তীসগঢ়ের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়। পরে এসে পৌঁছয় এনডিআরএফ টিম।

জঞ্জগীর-চম্পা জেলা পুলিশের সুপার বিজয় অগ্রবাল জানিয়েছেন, প্রথমে ওই গভীর গর্ত থেকে রাহুলকে তোলার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। এর পর এনডিআরএফ টিমের তত্ত্বাবধানে আর্থ মুভার এনে সমান্তরাল একটি গর্ত খুঁড়ে উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। রাহুলের বাবা লালারাম শাহু শনিবার বলেন, ‘‘গভীর নলকূপের জন্য ওই গর্ত খোঁড়া হয়েছিল। কিন্তু জল মেলেনি। এর পর পরিত্যক্ত গর্তের মুখ খোলা ফেলে রাখা হয়েছিল।’’

Share This Article
Leave a comment