সাম্প্রতিক আপডেট : জুন ২০২২

🔳 সাম্প্রতিক আপডেট :

☑সীতাকুণ্ড ট্রাজেডি ঘটে কত তারিখে – ৪ জুন,২০২২

☑️ পদ্মা সেতুর উদ্বোধন হবে ২৫ জুন, ২০২২

☑️ ‘ফ্রেঞ্চ ওপেন ২০২২’ এর নারী এককে চ্যাম্পিয়ন হলেন- পোলিশ টেনিস তারকা ‘ইগা সুইতেক’।

☑️ “আগা খান স্থাপত্য পুরস্কার ২০২২”-এর সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের ২ স্থাপত্য :
১) কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে নির্মিত কমিউনিটি স্পেস ও
২) ঝিনাইদহের আরবান রিভার স্পেস।

☑️ বদলে যাচ্ছে তুরস্কের রাষ্ট্রীয় নাম। ‘তুরস্ক’ (Turkey) এখন থেকে ‘তুর্কিয়ে’ (Türkiye) নামে বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে।

☑️ স্বল্প খরচে মাছ পরিবহনে দেশে প্রথমবারের মতো ‘মাছগাড়ি’ নামে সরকারি অ্যাপ চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

☑️ ‘সংযুক্ত আরব আমিরাত’-এর সঙ্গে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো ‘ইসরায়েল’। চুক্তি স্বাক্ষর হয় : ৩১ মে, ২০২২- দুবাইয়ে।

☑️ ‘রুবলে’ গ্যাসের মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানানোয় ৩১ মে থেকে ‘নেদারল্যান্ডসে’ গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়ার গ্যাসপ্রোম।

☑️ ‘পল্লী উন্নয়ন’ পদক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখা জন্য টানা তিনবারের “সিরডাপ” তাকে এ পদক দেয়।

☑️ রেকর্ড ১৪তম বারের মতো ’উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (২০২১-২২)’ ফুটবলের শিরোপা জিতলো-
‘রিয়াল মাদ্রিদ’।

☑️ বিশ্বের শীর্ষ ধনী – Elon musk

-টোটাল নীট সম্পদ – $219 Billio

☑️ আগুন নেভাতে দেশে প্রথমবার ব্যবহার হলো রোবট (সীতাকুণ্ড, চট্টগ্রাম)
এলইউএফ-৬০ (LUF-60) নামের রোবটটি রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়।

☑️ ফ্রেঞ্চ ওপেন ২০২২ :
#নারী এককে (Women’s singles) চ্যাম্পিয়ন- পোলিশ টেনিস তারকা ‘ইগা সুইতেক’।
#পুরুষ এককে (Men’s singles) চ্যাম্পিয়ন- স্পেনের টেনিস তারকা ‘রাফায়েল নাদাল’।রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪তম আর ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম জিতেন।

🫥দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই-গেট (স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা) চালু করেছে বাংলাদেশ।
✈️ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চালু হয়েছে।
💁একজন যাত্রী মাত্র ১৮ সেকেন্ডে নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন।

🎯অবশেষে ক্যান্সারের ঔষধ আবিষ্কার–
💊ওষুধঃ Dostarlimab
🇺🇸দেশঃ যুক্তরাষ্ট্র

✅৩৬ ঘণ্টার জন্য আজ (৮ জুন) বাংলাদেশে আসছে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’।সর্বশেষ বাংলাদেশে ‘বিশ্বকাপ ট্রফি’ এসেছিল-২০১৩ সালে।

✅পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশের প্রায় ৯৭ ভাগই রাশিয়া দখল করে নিয়েছে : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ‘সের্গেই শোইগু’।

🏏আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মে মাসের তালিকায়- টাইগার ব্যাটার মুশফিকুর রহিম, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসিথা ফার্নান্দো।

👉বাংলাদেশ ব্যাংকের নতুন (১২তম) গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন- অর্থ সচিব ‘আব্দুর রউফ তালুকদার’।

👉‘ফ্রেঞ্চ ওপেন ২০২২’ এর নারী এককে চ্যাম্পিয়ন হলেন- পোলিশ টেনিস তারকা ‘ইগা সুইতেক’।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *