পড়াশোনা
4 min read

Clause কি?

A Clause is a group/ combination of words having at least one subject one subject and a finite verb of its own and it is used acts as a single element in or a part of a big / whole sentence.

Clause হলো এমন একটি শব্দ সমষ্টি যার নিজস্ব একটি কর্তা ও সমাপিকা ক্রিয়া আছে অথচ তা একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ / একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

যেমনঃ

  • Jannat has a pen which is red.
  • I know where he lives.
  • Tell me when he will come.
  • I know when he comes.

Clause এর বৈশিষ্ট্যসমূহ

  • group / combination of words থাকবে।
  • কমপক্ষে একটি subject ও একটি Finite verb থাকবে।
  • বাক্যের একটি অংশ হিসেবে ব্যবহৃত হবে এবং
  • সাধারণত একটি Clause maker দিয়ে Clause টি শুরু হয় ।

More Examples :

a) I saw a child who was crying.
b) Purnima looks beautiful, but she is a dull student.
c) Shayla wants an English teacher who will be experienced.
d) He bought a new motorcycle.

ব্যাখ্যাঃ উপরের ‍a) নং বাক্যের who was crying একটি Clause কারণ, এটি কয়েকটি word নিয়ে গঠিত। একটি subject ও একটি Finite verb আছে। তাছাড়া এটি কোন পূর্ণ বাক্য নয় । বাক্যের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ‘ who ‘ Clause maker হিসেবে ব্যবহৃত হয়েছে ।

Clause এর প্রকারভেদ

Clause প্রধানত ৩ প্রকার। যথাঃ

  • Principal Clause/ Independent Clause / Main Clause (স্বাধীন বাক্যাংশ)
  • Sub-ordinate Clause/ Dependent Clause (পরাধীন বাক্যাংশ)
  • Co-ordinate Clause (সমশ্রেণিভুক্ত বাক্যাংশ)

আবার,

Subordinate Clause তিন শ্রেণীতে বিভক্ত

  • Noun clause.
  • Adjective clause/ Relative Clause
  • Adverbial Clause.

 

বিঃদ্রঃ Clause এর বাংলা অর্থ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ।
Word কে ভাঙ্গলে যেমন Syllable পাওয়া যায়, তেমনি ইংরেজি বড় বাক্যে (Compound and Complex ) একাধিক Clause পাওয়া যায়। শুধুমাত্র ১ টি সাবজেক্ট এবং একটি Finite Verb নিয়ে একটি Clause হয়।

মনে রাখবেন শুধু মাত্র একটি Finite verb. একাধিক finite verb থাকলে বুঝবেন সেখানে একাধিক Clause আছে। আর Subject সবসময় উল্লেখ থাকে না, অনেক সময় উহ্য থাকে। তাই সবসময় verb এর দিকে খেয়াল রাখলেই চলবে। একটা finite verb থাকতে হবে। Non- finite যত থাকে থাকুক, না থাকলে নাই।

নিচে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাকঃ

যে sentence-এ একটামাত্র Clause থাকে তাকে Simple Sentence বলে।

যেমনঃ

  • Education means light.( শিক্ষা মানেই আলো)
  • We all should should educate our children.( আমাদের সকলের উচিত আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া)

বিঃদ্রঃ Simple Sentence-এ একাধিক Verb থাকলে একটা হবে Finite verb বাকি এক বা একাধিক verb হবে Non-finite verb, অর্থাৎ 1. to+verb কিংবা 2. v+ing (except continuous tense) কিংবা 3. v3 (except perfect tense) ( যার অাগে Auxiliary verb কোন থাকবে না).

আরেকটি উদাহরণ লক্ষ্য করুনঃ

  • The man walking along the road goes to the mosque five times a day to offer his prayers.( রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকটি দিনে পাঁচবার নামাজ পড়ার জন্য মসজিদে যায়।)

ব্যাখ্যাঃ উপরের বাক্যেটিতে Finite verb=goes; non-finite verb=walking , to offer.

Non finite verb ৩ রকমের হয়ঃ

  • to+verb,
  • v+ing (except continuous tense)
  • v3 (except perfect tense)

এই ৩ রকমের না হলেই বুঝবেন সেটা finite verb.

নিচের উদাহরণগুলো লক্ষ্য করুনঃ

  • Jahanggir Alom has a girl friend.( Simple Sentence)
  • Since the weather was cold, we could not start out journey. (Complex Sentence)
  • Do or Die. (Compound Sentence)

১ম ২য় বাক্যে দেখুন has একমাত্র finite verb যার কারনে এটাতে একটি Clause। ২য় বাক্যে was আর start, ২ টি finite verb থাকায় এখানে ২ টি Clause আছে।আর ৩য় বাক্যে ২ টা finite verb আছে, একটা do আরেকটা die (Non finite এর কোনোটার সাথে মিলে না তাই,) তার মানে এখানে ২ টি Clause আছে।

Principal Clause (স্বাধীন বাক্যাংশ)

যে Clause তার ভাব বা অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause-এর উপর নির্ভরশীল নয় এবং অন্য কোন clause-এর সাহায্য ছাড়াই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বলে।

অারো সহজ করে বলা যায়, যে Clause মূল sentence থেকে আলাদা করলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বলে। Principal clause ছাড়া কোনো বাক্য হয় না। Simple sentence সর্বদাই Principal Clause হয়ে থাকে। আর এটি অন্য কোন Clause-এর উপর নির্ভরশীল নয় বলে একে Independent clause ও বলা হয়ে থাকে।

(The principal clause or Independent clause or main clause is a group of words having a subject and verb which is not dependent on any other clause to express its meaning. An independent clause is a sentence.)

উদাহরণঃ

  • Sakib has a girlfriend who is very beautiful.

ব্যাখ্যাঃ উপরের বাক্যটিতে ” Sakib has a girlfriend ” একটি Principal Clause কারণ, এটিকে বাক্য থেকে অালাদা করে লিখলেও নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।

যেমনঃ ” Sakib has a girlfriend. (সাকিবের একজন মেয়ে বন্ধু আছে। )

Principal Clause চেনার উপায়ঃ

  • এই Clause সরাসরি subject দ্বারা শুরু হয় ।
  • এই Clause পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে। Principal
  • Clause এর অপর নাম Independent Clause কারণ ইহা অর্থের দিক
  • থেকে স্বয়ংসম্পূর্ণ ।
  • অনেক সময় এই Clause-এর subject এর পূর্বে Adverb ও adverbial থাকে।

Sub-ordinate Clause (পরাধীন বাক্যাংশ)

যে Clause তার ভাব বা অর্থ প্রকাশের জন্য Principal clause -এর উপর নির্ভরশীল এবং Principal clause – এর সাথে যুক্ত হয়ে complex sentence গঠন করে, তাকে Sub-ordinate Clause বলে। আর এটি Principal Clause- এর উপর নির্ভরশীল বলে একে dependent clause ও বলা হয়ে থাকে।

(The sub-ordinate or dependent clause is a group of words having a subject and verb which is dependent on principal clause to express its meaning. A dependent clause cannot be a sentence.)

উদাহরণঃ

  • Rana wanted a shirt (which was costly.)
  • The boy (who is playing cricket) is my brother.
  • I saw a bird ( which was flying in the sky.)
  • (When the Prime Minister was in Bogura,) I visited her.

ব্যাখ্যাঃ উপরের বাক্যটিতে ” which was costly.” একটি Sub-ordinate Clause কারণ, এটিকে বাক্য থেকে অালাদা করে লিখলে Principal Clause (Rana wanted a shirt) ছাড়া নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না।

যেমনঃ which was costly ( যেটি ছিল দামি ) কিন্তু প্রশ্ন থেকে যায়, কোনটি?

Sub-ordinate clause চেনার উপায়

এই clause এর পূর্বে Relative Pronoun

যেমনঃ Who, which, what, that, whom.

আবার, Relative Adverb

যেমনঃ When, Where, how, why এবং Adverbial Conjunction

যেমনঃ while, before, after, as. as soon as, till, until, because, since though, although, if , so that ইত্যাদি থাকে।

অর্থাৎ সহজ কথা Sub-ordinate clause সর্বদাই subordinating conjunctions দ্বারা শুরু হয়

যেমনঃ – If, that, who, which, when, how, where, while, whether, since, as, because, though, although, till, until, unless, before, after, so that, whenever, wherever, whoever, whatever etc.

More Examples:-

  • I know where he lives.
  • I do not know what his name is.
  • While there is life there is hope
  • We eat so that we can survive.
  • I know when he comes.
  • It is certain that he will pass.
  • If you want, I shall help you.

Co-ordinate Clause (সমশ্রেণিভুক্ত বাক্যাংশ)

যখন দুই বা ততোধিক একই শ্রেণীর বা সমশ্রেণীর Principal Clause- কে co-ordinating conjunction দ্বারা যুক্ত করা হয় তখন তাকে Co-ordinate Clause বলে।

( When two or more principal clauses are connected by a co-ordinating conjunction is called co-ordinate Clause.)

উদাহরণঃ

He tried hard but he could not win the race. ( এখানে “He tried hard” এবং “he could not win the race.” এ দুটি Principal clause co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়েছে |)

বিঃদ্রঃ Co-ordinate Clause সাধারণত Co-ordinating conjunctions দ্বারা শুরু হয়

যেমনঃ- and, but, yet, still, or, for, nor, also, however, moreover, thus, so, therefore, else, ,as well as, accordingly, otherwise, not yet, but also, either or, neither nor, on the contrary etc.

More Examples:

  • Respect others, and others will respect you.
  • He loves us, but he does not show it.
  • Shamim went to market and bought a Samsung mobile phone.
  • He is slow but he is sure.
  • Rana as well as Rani have done the work.
  • Work hard otherwise you will fail in the exam.
  • He studied hard therefore he stood first.

এবার উদাহরণটি দেখুনঃ

Since he was ill, he could not go to school.

এখানে ২ টি clause আছে। since he was ill এর অর্থ “যেহেতু সে অসুস্থ ছিলো” যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না তাই এটা sub-ordinate clause. আবার he could not go to school এর অর্থ “সে স্কুলে যেতে পারে নি” যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে তাই এটা Principal clause.

আরেকটি উদাহরন দেখুনঃ

The man who came here yesterday is my brother.

এখানেও ২ টি clause আছে (finite verb লক্ষ্য করুন)। তবে একটি clause এর ভিতরে আরেকটি clause . Principal clause টি হলো “the man is my brother”, আর subordinate টি হলো “who came here yesterday”.

আরেকটি উদাহরণ দেখুনঃ

I went to Khulna and met my friends.

এখানে ২ টা clause ই স্বাধীন, আলাদা করলেও নিজের অর্থ নিজের প্রকাশ করতে পারে। অর্থাৎ, একটি clause আরেকটি clause এর উপর নির্ভরশীল নয়। ২ টাই Principal clause হওয়ায় এটা co-ordinate clause, যেটা আগেই লিখেছি।

সাধারনত একাধিক clause থাকলে ২ clause এর মাঝে বা subordinate clause এর শুরুতে clause marker (and, but, or, since, as, that, wh…, etc) থাকে।

Rate this post