To & Would এর ব্যবহার

অতীতকালে অনিয়মিত কোন কাজ করা বোঝাতে would বসে।

যেমনঃ Sometimes she would bring some flowers for me. (মাঝে মাঝে সে অামার জন্য ফুল নিয়ে আসত।)

অতীতকালে কেউ কোন কাজ করতো ( নিয়মিত) বা কোন কাজে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে সেই কাজ আর করেনা – বোঝাতে used to ব্যবহৃত হয়।

Used to

বাংলা ক্রিয়ার শেষে সাধারনত ( ইত/ ইতেন/ ইতাম/ যেতাম) ইত্যাদি চিহ্ন থাকে ।

Structure : Subject + used to+ verb- এর present form.

যেমন:

  • I used to go to school in my childhood to study well. (অামি ছোটবেলায় স্কুলে যেতাম ভালভাবে পড়াশোনা করতে)

ব্যাখ্যাঃ অামি অামার ছোটবেলায় স্কুলে যেতাম ভালভাবে পড়াশোনা করতে। ( এখানে দেখুন, অামি ছোটবেলায় স্কুলে যেতাম ভালভাবে পড়াশোনা করতে,, মানে অামি তখন স্কুলে পড়তাম যখন অামি ছোট ছিলাম, কিন্তু এখন অামি বড় হয়েছি তাই অামার পক্ষে অাবার স্কুলে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়, তাই এক্ষেত্রে অামাদেরকে used to ব্যবহার করতে হবে।

More Examples:

  • I used to go to school. (আমি বিদ্যালয়ে যেতাম।)
  • I used to play with him. (আমি তার সাথে খেলতাম।)
  • I used to play game in my computer. (আমি আমার কম্পিউটারে গেইম খেলতাম।)
  • I used to write by green pen. (আমি সবুজ কলম দিয়ে লিখতাম।
  • I used to go to Cox Bazaar for travelling. (আমি ভ্রমনের জন্য কক্সবাজার যেতাম।)
  • I used to date/ meet with my girl friend at night. ( আমি প্রত্যেকদিন রাতে গার্ল / বয় ফ্র্যান্ডের সাথে দেখা করতাম )

Would

would take tea very often. ( অামি প্রায়ই চা খাইতাম।)

ব্যাখ্যাঃ অাবার দেখুন,,,অামি প্রায়ই চা খাইতাম ,মানে অামি অতীতে মাঝে মাঝে চা খাইতাম এখন আর খাইনা। তাই এক্ষেত্রে used to না হয়ে would হবে।

More Examples:

  • He would often late in the school.( সে প্রায়ই স্কুলে দেরি করে আসত।)
  • While I was at Bogra, I would often go to the Mahasthangarh.( আমি যখন বগুড়া ছিলাম ,তখন আমি প্রায়ই মহাস্থানগড়ে যাইতাম।)

বিঃদ্রঃ

ত, তাম ———— used to
ত, তাম ———— would
হতাম / হতো / হতে —– were / would be
থাকত ————- had
তে পারতাম, পারতে, পারতো— Could have
বাংলাতে কাজের শেষে যদি,
ত, তাম ——- used to (অতীত কালের অভ্যাস)
ত, তাম —- would (কাল্পনিক)

More Examples:

  • মা আমাকে লেখা পড়ার জন্য বকা বকি করতো – Mother used to scold me for study.
  • আমার যদি অনেক টাকা থাকতো, গরীবদের সাহায্য করতাম – If I had a lot of money, I would help the poor.
  • আমি বিছানায় প্রস্রাব করতাম – I used to pee on bed
  • তুমি সব সময় মিথ্যা কথা বলতে – You used to tell a lie
  • যদি আমার কাছে অনেক টাকা থাকতো – If I had a lot of money.
  • যদি আমাদের সুন্দর একটা বাড়ি থাকত – If we had a beautiful house
  • যদি আমার সুন্দর একটা গার্ল ফ্র্যান্ড থাকতো – If I had a beautiful girl friend
  • হতাম / হতো / হতে – were /would be
  • আমি যদি অনেক ধনী হতাম – If I were a rich
  • সে যদি আমার বউ হতো – If she were my wife.
  • সানি লিওন যদি আপনার গার্ল ফ্র্যান্ড হতো – If Sunny leone were your girl friend
  • এটা অনেক ভাল হতো – It would be great

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “To & Would এর ব্যবহার” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts