কাস্টিং ভোট কি?

কোন বিষয়ে দুই পক্ষের হ্যাঁ বা না ভোটের সংখ্যা সমান হলে এমন অবস্থায় স্পীকার নিজের ভোট দিয়ে সংসদে/সভার অচলাবস্থা দূর করেন। স্পীকারের এই ভোটকেই কাস্টিং ভোট বলা হয়ে থাকে। কাস্টিং ভোটের মাধ্যমে একটি প্রস্তাব পাস হয়।
ক্যামব্রিজ ডিকশনারির মতে, ‘‘কোনো একটি বিষয়ে ভোটের সংখ্যা সমান হলে সভার দায়িত্বে থাকা ব্যক্তির দেওয়া একটি একক ভোটকে কাস্টিং ভোট (casting vote) বলে।’’