মূল্যস্ফীতি কি? মূল্যস্ফীতির কারণ

মূল্যস্ফীতি কি?

মূল্যস্ফীতি হল একটি নির্দিষ্ট সময়ের (সাধারণত এক বছরে) একটি পণ্য/পরিষেবার মূল্য বৃদ্ধি। মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি একে অপরের পরিপূরক। মুদ্রাস্ফীতিতে অর্থের মূল্য বা মান কমে এবং মূল্যস্ফীতিতে পণ্যের দাম বাড়ে। প্রবল চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে মূল্যস্ফীতি হয়।
মূল্যস্ফীতি হলে খাদ্যদ্রব্য, পোশাক, বাড়িভাড়া, যানবাহন ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসের দাম বেড়ে যায়। মানুষকে এসব সেবা বা পণ্য কিনতে আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হয়।
মূল্যস্ফীতি কি? মূল্যস্ফীতির কারণ, azhar bd academy
উদাহরণস্বরুপ, ধরুন এক কেজি চাউলে দাম ২০২১ সালে ছিল ৪৫ টাকা, পরবর্তী বছর তা বেড়ে হয়েছে ৫০ টাকা। এভাবে পণ্যের দাম বেড়ে যাওয়াকে অর্থনীতিতে মূল্যস্ফীতি বলে।
বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধির গড় করে মূল্যস্ফীতি বের করা হয়। বাংলাদেশে ২০০৫-২০০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতি গণনা করা হয়।

মূল্যস্ফীতির কারণ

মূল্যস্ফীতির বিভিন্ন কারণের মধ্যে রয়েছে যেমন,
  • আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি।
  • প্রবল চাহিদা ও সরবরাহের ঘাটতি।
  • ডলারের অবমূল্যায়ণ হলে।
  • পরিবহন খরচ, উৎপাদন খরচ বেড়ে গেলে।
  • প্রাকৃতিক বা অন্য কোন কারণে যোগান কমে গেলে।
  • বাজারে কারসাজির কারণে।
  • কেরোসিন, ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।
  • মুদ্রার অবমূল্যায়ন হলে।

Similar Posts