এসিড ও ক্ষারকের পার্থক্য
এসিড কি?
ক্ষারক কি?
এসিড ও ক্ষারকের মধ্যে পার্থক্য
এসিড |
ক্ষারক |
|
১. |
যেসব রাসায়নিক দ্রব্য জলীয় দ্রবণে প্রোটন বা ধনাত্মক হাইড্রোজেন আয়ন দান করে, তাদের এসিড বলে। |
ক্ষারক এক শ্রেণির রাসায়নিক যৌগ যা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে সক্ষম। |
২. |
এসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন(H+) দান করে। |
ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রোক্সিল (OH-) আয়ন দান করে। (আরহেনিয়াস মতবাদ) |
৩. |
এসিড নীল লিটমাসকে লাল করে। |
ক্ষারক লাল লিটমাসকে নীল করে। |
৪. |
এসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে। |
ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে। |
৫. |
এসিডের পিএইচ (pH) সীমা ০ থেকে ৬.৯ পর্যন্ত। |
ক্ষারকের পিএইচ (pH) সীমা ৭.১ থেকে ১৪ পর্যন্ত। |
৬. |
এসিড টক স্বাদযুক্ত। |
ক্ষারক কটু বা তেতো স্বাদযুক্ত। |
৭. |
এসিডের শক্তি হাইড্রোনিয়াম আয়নের ঘনত্বের উপর নির্ভর করে। |
ক্ষারকের শক্তি হাইড্রক্সাইড আয়নের ঘনত্বের উপর নির্ভর করে |
৮. |
এসিড অত্যন্ত বিপজ্জনক। এটি মানুষের ত্বকের জন্য ক্ষতিকর। |
ক্ষারক ত্বকের জন্য ক্ষতিকর হলেও এসিডের মতো বিপজ্জনক নয়। |
৯. |
এসিডের কিছু ব্যবহার মধ্যে রয়েছে যেমন, লেবু এবং সাইট্রিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড। |
ক্ষারকের কিছু ব্যবহারে মধ্যে রয়েছে যেমন, চুনের পানি, কস্টিক সোডা, অ্যামোনিয়া ইত্যাদি। |
১০. |
অ্যাসিডের উদাহরণ, HCl, H2SO4, |
ক্ষারকের উদাহরণ, Ca(OH)2, NaOH, KOH ইত্যাদি। |