ফরাসি গণিতবিদ ব্লেজ প্যাসকেল ১৬৫৩ সালে প্যাসকেলের সূত্র প্রতিষ্ঠিত করেন যা ১৬৬৩ সালে প্রকাশিত হয়।
ব্লেজ প্যাসকেল আবদ্ধতরল বা বায়ুবীয় পদার্থের চাপের সঞ্চালন সম্পর্কে যে সূত্র প্রদান করেছিলেন, তা প্যাসকেলের সূত্র (Pascal’s Law) নামে পরিচিত।
প্যাসকেলের সূত্র
”কোন আবদ্ধপাত্রে স্থির তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের ওপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে, সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে অবিচ্ছিন্নভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে সমকোণে ক্রিয়া করে।”
বিকল্প বিবৃতি: আবদ্ধ তরলের যেকোনো অংশে চাপ প্রয়োগ করা হলে, তা তরলের মাধ্যমে সব দিকে সমভাবে সঞ্চারিত হবে।
উদাহরণস্বরুপঃ একটি পলিথিনের থলে পানি ভর্তি করে মুখ বন্ধ করে দেওয়া হলো। এরপর পলিথিনের বিভিন্ন স্থানে ছোট ছোট ছিদ্র করে চাপ প্রয়োগ করা হলো। দেখা যাচ্ছে, চাপ চারিদিকে সঞ্চালিত হয়ে পাত্রের গা বেয়ে পানি সমানতালে সবদিকে ছড়িয়ে পড়ে।