Similar Posts
খাদ্যক্যালরি কী?
খাদ্যক্যালরি কী? এক কিলোগ্রাম পানি ওজন ১ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ১ খাদ্য ক্যালরি বলে।
অন্তঃকোষীয় পরিপাক কাকে বলে?
অন্তঃকোষীয় পরিপাক কাকে বলে? কোষের অভ্যন্তরে খাদ্যবস্তুর পরিপাককে অন্তঃকোষীয় পরিপাক বলে। আমাদের বেঁচে থাকার জন্য শক্তি দরকার। প্রাণী মাত্রই তার গৃহীত খাদ্য থেকে এই শক্তি অর্জন করে। আমাদের দেহকে অবশ্য গৃহীত জটিল অণুর খাদ্র সামগ্রিকে সরল অণুতে অর্থাৎ দেহের উপযোগী শোষণযোগ্য উপাদানে পরিণত করে নিতে হয়। জটিল অণুর খাবারকে সরল করার কাজটিই হলো পরিপাক আর এর সাথে…
জীবকোষ
জীবকোষ হচ্ছে জীবদেহের একক। এই জীবকোষ কী? কোনাে কোনাে বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন। লােয়ি (Loewy) এবং সিকেভিজ (Siekevitz) 1969 সালে বৈষম্য ভেদ্য (selectively permeable) পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি। করতে পারে, এমন সত্তাকে কোষ বলেছেন। কোষের প্রকারভেদ সকল…
শ্বাসকার্য কাকে বলে?
শ্বাসকার্য কাকে বলে? স্নায়ুবিক উত্তেজনায় বাহির থেকে অক্সিজেন(O2) যুক্ত বায়ু ফুসফুসে প্রবেশ করা এবং নিঃশ্বাসের মাধ্যমে কার্বনডাই-অক্সাইড (CO2) যুক্ত বায়ু বাইরে নির্গত হওয়ার প্রক্রিয়াই হলো শ্বাসকার্য।
করোটি কাকে বলে?
করোটি কাকে বলে? মেরুদন্ডের প্রথম কশেরুকার উপর অবস্থিত ২৯টি শক্ত অস্থির সমন্বয়ে গঠিত গোলাকার ফাঁপা প্রকোষ্ঠকে করোটি বলে।
জৈব মুদ্রা কাকে বলে?
জৈব মুদ্রা কাকে বলে? ATP-কে জৈব মুদ্রা বলা হয়। ATP এর পূর্ণরূপ হলো – Adenosine Tri-Phosphate. জীবের শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তা ATP আকারে জমা থাকে। এটি থেকে একটি ফসফেট বা ফসফোরিক এসিড মুক্ত হলে শক্তি নির্গত হয়। সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পন্ন হয়। ATP শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য…