Similar Posts
ভাইরাস কোন্ অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে?
ভাইরাস কোন্ অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে? ভাইরাসের দেহ প্রধানত আমিষ ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত। যখন এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক এসিড বের হয়ে যায় তখন এরা জীবের লক্ষণ হারিয়ে ফেলে।
সরল গলগণ্ড কী?
সরল গলগণ্ড কী? আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়াই হলো সরল গলগণ্ড।
অন্তঃকোষীয় পরিপাক কাকে বলে?
অন্তঃকোষীয় পরিপাক কাকে বলে? কোষের অভ্যন্তরে খাদ্যবস্তুর পরিপাককে অন্তঃকোষীয় পরিপাক বলে। আমাদের বেঁচে থাকার জন্য শক্তি দরকার। প্রাণী মাত্রই তার গৃহীত খাদ্য থেকে এই শক্তি অর্জন করে। আমাদের দেহকে অবশ্য গৃহীত জটিল অণুর খাদ্র সামগ্রিকে সরল অণুতে অর্থাৎ দেহের উপযোগী শোষণযোগ্য উপাদানে পরিণত করে নিতে হয়। জটিল অণুর খাবারকে সরল করার কাজটিই হলো পরিপাক আর এর সাথে…
সিস্ট কি?
সিস্ট কি? প্রোটিস্টা রাজ্যভুক্ত এককোষী জীব প্রতিকূল পরিবেশে কখনো কখনো নিজেদের দেহের ওপর যে গোলাকার শক্ত আবরণযুক্ত অবস্থার সৃষ্টি করে তাই সিস্ট।
অ্যান্টিজেন কি?
অ্যান্টিজেন কি? দেহের ভেতরে যে সব পদার্থ বহিরাগত বলে চিহ্নিত হয় এবং যাদের অনুপ্রবেশের ফলে দেহ অনাক্রমজনিত সাড়া দেয়, তারাই হলো অ্যান্টিজেন।
স্ট্রোমা কি?
স্ট্রোমা কি? ঝিল্লিবেষ্টিত ক্লোরোপ্লাস্টের ভেতরে অবস্থিত স্বচ্ছ, দানাদার, অসবুজ, তরল জলীয় পদার্থটির নাম স্ট্রোমা। লিপোপ্রোটিন ও কিছু এনজাইম নিয়ে স্ট্রোমা গঠিত। স্টোমা গ্রানার ধাত্র বা ম্যাট্রিক্স হিসেবে কাজ।