Similar Posts
অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?
অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? অগ্ন্যাশয় একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত অগ্ন্যাশয়রস পরিপাকে সাহায্য করে। আবার অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ও গ্লকাগন হরমোন নিঃসৃত হয় যা মানব দেহের গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। সুতরাং অগ্ন্যাশয় একই সাথে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে বলে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।
দ্বিস্তরী প্রাণী কি?
দ্বিস্তরী প্রাণী কি? যে সকল প্রাণীর ভ্রুণের কোষগুলো বহিঃস্তর (Ectoderm)) ও অন্তঃস্তর (Endoderm) নামক দুটি স্তরে সাজানো থাকে তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলে। যেমন- অরেলিয়া (Aurelia aurita)।
মহাশূন্য প্রোব কি?
মহাশূন্য প্রোব কী? আমরা জানি যে, মহাকাশের বস্তু দ্বারা নিঃসৃত তাড়িত চৌম্বক বিকিরণ তাড়িত চৌম্বক বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্যের সকল পাল্লা জুড়ে থাকে। এই বিকিরণের প্রধান অংশ বায়ুমন্ডল দ্বারা শোষিত বা প্রতিফলিত হয়। ফলে পৃথিবী শুধু দৃশ্যমান বিকিরণ ও রেডিও তরঙ্গের সামান্য পরিমাণ গ্রহণ করে। বাকিটা মহাশূন্য প্রোব বলে যা দৃশ্যমান নয়।
সেক্সলিঙ্কড জিন কাকে বলে?
সেক্সলিঙ্কড জিন কাকে বলে? X ক্রোমোসোমে অবস্থিত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনকে সেক্সলিঙ্কড জিন এবং এই জিনের বংশানুক্রমিক সঞ্চারণকে সেক্সলিঙ্কড জিন বলে।
স্টেরয়েড হরমোন কাকে বলে?
স্টেরয়েড হরমোন কাকে বলে? একটি স্টেরয়েড হরমোন একটি স্টেরয়েড যা একটি হরমোন হিসাবে কাজ করে। স্টেরয়েড হরমোন দুটি শ্রেণিতে বিভক্ত করা যায়।যথাঃ- কর্টিকোস্টেরয়েডগুলি (সাধারণত অ্যাড্রিনাল কর্টেক্স তৈরি করা হয়, অতএব কর্টিকো- ) এবং সেক্স স্টেরয়েডগুলি (সাধারণত gonad বা placenta- এ তৈরি করা হয়)। ঐ দুটি ধরনের মধ্যে রিসেপটরগুলি অনুযায়ী পাঁচটি ধরন থাকে যা তারা আবদ্ধ…
মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণী কত প্রকার ও কি কি?
মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণী কত প্রকার ও কি কি? মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীজগতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- ১. মেরুদণ্ডহীন প্রাণী (Invertebrata): যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তারাই মেরুদণ্ডহীন প্রাণী। যেমন – Musca domestica (মাছি), Metaphire posthuma (কেঁচো) ইত্যাদি। ২. মেরুদণ্ডী প্রাণী (Vertebrata): যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রাটা (Vertebrata) বলে। যেমন – Naja naja (গোখরা), Bos indicus (গরু) ইত্যাদি।