Similar Posts
কোষের প্রকারভেদ
কোষের প্রকারভেদ সকল জীবকোষ এক রকম নয়। এদের মধ্যে পার্থক্য যেমন আছে তেমনি আছে আকৃতি ও কাজের পার্থক্য। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। যথাঃ ক) আদি কোষ ও খ) প্রকৃত কোষ আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic Cell) এ ধরনের কোষে কোন সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এজন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়। এসব কোষের নিউক্লিয়াস কোন পর্দা…
সংলগ্নতা কি?
সংলগ্নতা কি? কোনো বস্তুর সঙ্গে পানির অণু লেগে থাকার প্রবণতাই হলো সংলগ্নতা।
বহু বিভাজন কাকে বলে?
বহু বিভাজন কাকে বলে? যে পদ্ধতিতে এককোষী প্রাণীরা বার বার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য প্রাণীর সৃষ্টি করে তাকে বহু বিভাজন বলে। যেমন – এন্টামিবা (Entamoeba histoloytica), প্যারামেসিয়াম (Paramacium caudatum) ইত্যাদি।
লোয়ি ও সিকেভিজ এর মতে কোষ কী?
লোয়ি ও সিকেভিজ এর মতে কোষ কী? লোয়ি ও সিকেভিজ এর মতে, কোষ হলো বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ব্যতিরেকেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। কোষ কী? জীবদেহের গঠন ও কাজের এককই হলো কোষ।
সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে?
সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে? যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতকোষী জীবের একটি মাতৃকোষ বিভাজনের মাধ্যমে সমআকৃতি ও সমগুণ সম্পন্ন দু’টি অপত্য কোষের সৃষ্টি করে যাদের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান তাকে মাইটোসিস বলে। শ্লাইখার (১৮৭৯) লক্ষ করেন, একটি দেহকোষীয় নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুটি অনুরূপ নিউক্লিয়াসে পরিণত হয় এবং তিনি এর নাম দেন…
পুংকেশর কি?
পুংকেশর কি? পুংস্তবকের প্রতিটি অংশই হলো পুংকেশর।