Similar Posts
মেডুলা অবলংগাটা কাকে বলে?
মেডুলা অবলংগাটা কাকে বলে? মস্তিষ্কের সবচেয়ে পেছনের অংশ হলো মেডুলা অবলংগাটা। এর সামনে রয়েছে পনস, পেছনের দিক সুষম্মা কাণ্ডের উপরিভাগের সাথে যুক্ত। মোট ১২ জোড়া করোটিক স্নায়ুর মধ্যে ৮ জোড়াই মেডুলা অবলংগাটা থেকে উৎপন্ন হয়। এসব স্নায়ু খাদ্য গলাধঃকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে।
ভ্রূণের অগ্রাংশের উদ্দীপনাকে কেন অভিকর্ষ উপলবদ্ধি বলা হয়?
ভ্রূণের অগ্রাংশের উদ্দীপনাকে কেন অভিকর্ষ উপলবদ্ধি বলা হয়? ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনাকে অভিকর্ষ উপলব্ধি বলা হয় কারণ অভিকর্ষের টানে ভ্রূণমূলের কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়। এই চাপ গিয়ে পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে। ফলে ভ্রূণমূলটিতে অভিকর্ষজ চলন দেখা যায় অর্থাৎ তা অভিকর্ষের টানে মাটির নিচে বাড়তে থাকে। তাই ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনা বা মাটির নিচের চলনকে অভিকর্ষ…
ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো কি কি?
ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো কি কি? ব্রঙ্কাইটিসের চিহ্নিতকারী লক্ষণ হলো কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট, কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এছাড়াও রোগী জ্বরে ভোগে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। কাশির সাথে অনেক সময় কফ বের হতে দেখা যায়।
অবাত অণুজীব মানবকল্যাণে ভূমিকা রাখে কিভাবে?
এমন অনেক ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে জীবন ধারন করলেও অক্সিজেন ব্যবহার না করেই শ্বসন সম্পন্ন করে। এদেরকে বলা হয় facultative anaerobes বা অর্ধ অবাত অনুজীব। এসব অনুজীবের অবাত শ্বসন প্রক্রিয়া মানব কল্যানে অনবদ্য ভুমিকা রেখেছে। যেমন- ১/ঈস্টের ফার্মেন্টেশন প্রক্রিয়াকে পাউরুটি শিল্পে কাজে লাগানো হয়। ময়দা-চিনির সাথে ঈস্ট মিশিয়ে পাউরুটি তৈরী করা হয়। ময়দা-চিনি ইত্যাদি উপকরনের…
কোষ বিভাজন কাকে বলে?
কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ বিভাজন ঘটে, সেই প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে।
হ্যাপ্লয়েড কাকে বলে?
হ্যাপ্লয়েড কাকে বলে? উচ্চ শ্রেণির জনন কোষ সৃষ্টির সময় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ অবস্থাকে হ্যাপ্লয়েড বলে।