মুক্ত কম্পন কাকে বলে?
মুক্ত কম্পন কাকে বলে?
যেকোনো আকার, গঠন বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে বস্তুটি একটি নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়। এ স্পন্দনকে মুক্ত কম্পন বলে। যেমন – একটি সরল দোলকের কম্পন বা সুরশলাকার কম্পন মুক্ত কম্পন।
যেকোনো আকার, গঠন বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে বস্তুটি একটি নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়। এ স্পন্দনকে মুক্ত কম্পন বলে। যেমন – একটি সরল দোলকের কম্পন বা সুরশলাকার কম্পন মুক্ত কম্পন।
হাইগ্রোমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে হাইগ্রোমিটার বলা হয়।
প্রতিফলক তল কাকে বলে? আলোক রশ্মি গমন পথে যে মসৃণ তলে বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে যায় বা প্রতিফলিত হয় তাকে প্রতিফলক তল বলে।
প্রতিধ্বনি কি? যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।
লুব্রিকেন্ট কি? তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে সংক্ষেপে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারী পদার্থ বলে।
আধানের কোয়ান্টায়ন কী? আধান নিরবচ্ছিন্ন নয়, বরং একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক। এ ন্যূনতম চার্জ হচ্ছে একটি ইলেকট্রন বা একটি প্রোটনের চার্জ এবং এর মান 1.6×10-19 কুলম্ব। এটিই হলো আধানের কোয়ান্টায়ন।
এক ডায়াপ্টার কাকে বলে? এক মিটার ফোকাস দূরত্ববিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে এক ডায়াপ্টার বলে।