ডায়াটোনিক স্বরগ্রাম কাকে বলে?
একটি বিশেষ সুর ও এর এক-অষ্টকের মধ্যবর্তী ছয়টি বিশেষ সুরকে সাজিয়ে একটি স্বরগ্রাম তৈরি করা হয় যাতে সুমধুর সুরের সৃষ্টি হয়। এই স্বরগ্রামে আটটি ক্রমবর্ধমান কম্পাঙ্কের সমসংগতিপূর্ণ সুর থাকে বলে একে ডায়াটোনিক স্বরগ্রাম বলে।
স্বরগ্রাম কাকে বলে?
নির্দিষ্ট কম্পাঙ্ক বা তীক্ষ্মতার কয়েকটি সাজানো সুরকে স্বরগ্রাম বলা হয়। যেকোনো সুর ও তার অষ্টক বা দ্বিগুণ কম্পাঙ্কবিশিষ্ট সুরের মধ্যে কয়েকটি নির্দিষ্ট সুর আমাদের কানে সহজে দেয়। এ সুরগুলোর মধ্যে সমসংগতি বজায় থাকে বলে এরা সঙ্গীত গুণসম্পন্ন হয়। এরূপ সমসংগতিপূর্ণ কতকগুলেঅ সুরের সমষ্টিকে স্বরগ্রাম বলে।
স্বরগ্রামের সর্বনিম্ন কম্পাঙ্কের সূচনা সুরকে টোনিক বা প্রধান সুর বলে।