Similar Posts
জেরপ্থ্যালমিয়া রোগ কী?
জেরপ্থ্যালমিয়া রোগ কী? ভিটামিন ‘এ’ এর অভাবে সৃষ্ট রাতকানা রোগ দীর্ঘস্থায়ী হলে চোখের কর্ণিয়ায় আলসার সৃষ্টি হওয়ার পর সৃষ্ট অবস্থাকে জেরপ্থ্যালমিয়া বলে।
ক্লাইটোরিস বা ভগাঙ্কুর কি?
লেবিয়া মেজোরার উপরের দিকে একটি ছোট মাংসপিণ্ড থাকে, যাকে ক্লাইটোরিস বা ভগাঙ্কুর বলে। এটি অত্যন্ত সংবেদনশীল। ইউরেথ্রার চারদিকে এবং ক্লাইটোরিসের উপরে কতকগুলো ক্ষুদ্র গ্রন্থি অবস্থান করে থাকে। লেবিয়া মাইনোরা-এর অন্তর্তলে বার্থোলিন এর গ্রন্থি নামে দুটি বড় গ্রন্থি উন্মুক্ত হয়েছে। Also Read: যোনি কি? রুগী কি? হাইমেন বা সতীচ্ছেদ কি?
হ্যাপ্লয়েড কাকে বলে?
হ্যাপ্লয়েড কাকে বলে? উচ্চ শ্রেণির জনন কোষ সৃষ্টির সময় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ অবস্থাকে হ্যাপ্লয়েড বলে।
ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন?
ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ATP এর ফসফেট বন্ধনীর মধ্যে শক্তি আবদ্ধ থাকে। জৈব সংশ্লেষণ, পরিবহন ও অন্যান্য বিপাকীয় কাজে শক্তির প্রয়োজন হলে ATP (Adenosine triphosphate) ভেঙ্গে ADP (Adenosine diphosphate) ও অজৈব ফসফেট তৈরি হয় এবং শক্তি নির্গত হয়। এজন্য ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয়।
অস্থানিক মূল কাকে বলে?
অস্থানিক মূল কাকে বলে? এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। এরা দুই ধরনের। যথা – ক) গুচ্ছ মূল এবং খ) অগুচ্ছ মূল।
অণুজীব কাকে বলে?
অণুজীব কাকে বলে? যেসব জীব খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে অণুজীব বলে। যেমন: ব্যাকটেরিয়া একটি আণুবীক্ষণিক জীব। অণুজীবগুলি পরিবেশের সর্বত্র পাওয়া যায় এবং অসংখ্য প্রাকৃতিক প্রক্রিয়াতে অগ্রণী ভূমিকা পালন করে। অন্যান্য জিনিসের মধ্যে, তারা মাটিতে জৈব পদার্থের প্রতিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের পুষ্টি সরবরাহের জন্য প্রয়োজনীয় মৌলিক ওষুধের চক্রগুলি পরিচালনা…