Similar Posts
করোটিক স্নায়ু কাকে বলে?
করোটিক স্নায়ু কাকে বলে? মস্তিষ্ক থেকে সৃষ্ট স্নায়কে করোটিক স্নায়ু বলে। মস্তিষ্ক করোটিকার মধ্যে অবস্থিত বলে মস্তিষ্ক উদ্ভূত স্নায়ুগুলো করোটিক স্নায়ু নামেই পরিচিত। মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা ১২ জোড়া।
ট্রান্সজেনিক জীব কাকে বলে?
ট্রান্সজেনিক জীব কাকে বলে? জীন প্রকৌশলের মাধ্যমে প্রাপ্ত নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে ট্রান্সজেনিক জীব বলে।
ফুসফুসে ক্যান্সার কেন হয়? | ফুসফুস ক্যান্সার প্রতিকারে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় কেন?
ফুসফুসে ক্যান্সার কেন হয়? বিভিন্ন কারণে ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ধূমপান, আয়নীয় বিকিরণ, ফুসফুসের পুরনো ক্ষত, দীর্ঘকাল স্থায়ী ফুসফুসীয় প্রতিবন্ধকতামূলক রোগ ইত্যাদি। তাছাড়াও তেজষ্ক্রিয় আকরিক উত্তোলনকারী, নিকেল শোধনকারী এবং ক্রোমেট ও কোলগ্যাস উৎপাদনে নিয়োজিত শ্রমিকরা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। ফুসফুস ক্যান্সার প্রতিকারে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় কেন? রেডিয়েশন বা…
র্যানভিয়ার এর পর্ব কি?
র্যানভিয়ার এর পর্ব কি? যে আবরণী বিহীন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে তাই র্যানভিয়ার এর পর্ব।
লাইসোজোম কাকে বলে?
লাইসোজোম কাকে বলে? কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দাবেষ্টিত, অতিক্ষুদ্র, গোলাকার, কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী বীজে, ভুট্টা ও তামাকের চারার কোষে লাইসোজোম পাওয়া যায়। প্রাণীর যকৃতকোষ, স্নায়ুকোষ, বৃক্ককোষ, অস্থি, জরায়ু, মূত্রথলি ইত্যাদিতে প্রচুর পরিমাণে লাইসোজোম থাকে। ১৯৫৫ খ্রিস্টাব্দে বেলজিয়ান বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দ্য দ্যুভে লাইসোজোম আবিষ্কার করেন। লাইসোজোম জীব কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত…
পার্থেনোকার্পি কাকে বলে?
পার্থেনোকার্পি কাকে বলে? অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। যেমনঃ লেবু, কমলা লেবু ইত্যাদি।